কোরআন পোডানো একটা ষডযন্ত্র
লিখেছেন লিখেছেন মোহাম্মদ হাসান ০৬ মে, ২০১৩, ০৯:২০:৪৪ রাত
গতকাল থেকে শুনে আসতেছি হেফাজতের ইসলামের কর্মীরা নাকি কোরআন শরীফে আগুন দিয়ে পুঁডিয়া দিয়েছে!
যারা এই কোরআনের জন্য জীবনকে বাজিরেখে অবরোধ করতে শাপলা চত্বরে এসে ইসলামী শাষন প্রঠিষ্ঠা করতে আইন সৃংখলা বাহিনির আগ্নেয়াস্ত্রের সামনে নিজের বুক পেতে দেয় তারা নাকি কোরআন শরীফে আগুন দিয়েছে?
আমাদের হলুদ মিডিয়ার প্রোপাগান্ডা দেখে মনে হয় পাগলা কুকুরেরও লজ্জায় মাথা হেড হয়ে যায়।
দুর্ভাগ্য আমাদের, আমরা আজব একজাতি নিয়ে বসবাস করছি! আমাদের বিবেক বুদ্ধি সব যেন মাঠি চাপা পডে গেছে।
যাদের যাত্রা শুরু হয় কোরআন তেলোয়াতের মাধ্যমে, যাদের জিবনের প্রতিটি কর্ম ক্ষেত্র কোরআনের অনু শাষনে পরিচালিত করে, যারা প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে- গন্জে, শহরে-বন্দরে কোরআনের আওয়াজ বুলন্দ করার জন্য মেহনত করে যাচ্ছে তাদেরকে কোরআন পুডানোর অবিযোগ দেওয়া মানে পাগলের প্রলাপ আওডানোর বহিঃ প্রকাশ। এই পর্যন্ত কোন ভিডিও ফুটেজ বা কোন ত্বত্ত ভিত্তিক সুত্রে কেউ দেখেছেন কিনা জানি না যে হেফাজত ইসলামের কর্মীরা কোন রকমের নাশকতা করেছে। যারা রাতের আঁধারে আলো নিভিয়ে দিয়ে হামলা করতে পারে নিরিহ তৌহিদী জনতার উপর তারাই সমস্হ অপকর্ম করিয়েছে। নয়তো কেন ইসলামিক মিডিয়া গুলো বন্ধ করে দেয়েছে?ষডযন্ত্র কারী ষডযন্ত্র যতই করুক সত্যের জয় একদিন হবেই হবে।আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করার তৌফিক দাও।
বিষয়: বিবিধ
১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন