রানা তোর হবেনা কিছু
লিখেছেন লিখেছেন মোহাম্মদ হাসান ২৯ এপ্রিল, ২০১৩, ০৮:৪৩:৪৯ রাত
সোনার ছেলে এই রানা!
রাগ করেছিস তুই?
শ্রমিকেরা খুজছে তোকে
খবর পেয়েছি মুয়।
গার্মেন্ট্স শ্রমিকের আন্দোলনে
খেয়ে গেলাম টাস্কি,
তাইতো তোকে বন্দী করে
হেফাজত করে রাখছি।
নইলে তোকে আমজনতা
দিবে সেইরকম গনধোলাই।
তখন আমার কিছু করার
থাকবে নাকো উপায়।
গ্রেপ্তার করেছে! কি হয়েছে?
তুইতো থাকবি গেস্ট হাউজে,
আপ্যায়ন করবে তোকে
তাও, আবার জামাই আদরে।
মাহমুদুর রহমান 'সম্পাদক'
দেখেছিস তার অবস্হা?
তোকে কি আর করতে পারি
তার মত শায়েস্তা।
তুইতো আমার সোনার ছেলে
সাভার যুবলীগ নেতা,
বাঁচাতে তোকে সংসদেও
বলেছি মিথ্যা কথা।
ঐকটু করে ধৈর্য্য ধর
নতুন নাটক করছি ইস্যু,
ভয় করিসনা হে বাচাধন
রানা তোর হবেনাকো কিছু।
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন