মাননীয় সরকার আমরা ফকিরের জাতি।আমাদেরকে দেউলিয়া করবেন না।।।

লিখেছেন লিখেছেন ভালো পোলা ১৮ মে, ২০১৩, ০৯:৩০:১০ রাত

সবাই ইন্টারনেটের দাম কমানোর জন্য অনেক কথা বলেতছে।কেউ বলতেছে এক দফা এক দাবি,৫০ টাকায় ১ জিবি।আমি বলি আমাদের ৫০ টাকায় ১ জিবি দিতে না পারলে ১০০ টাকায় ১ জিবি দেন।আমাদেরকে থ্রিজি যাতে দিবেনইনা তাহলে আর কি করা ।অন্তত ২জি এর স্পিডটা বাডিয়ে দিবে।আমরা যারা অনলাইন একটিবিস্ট আছি তারা তো অনেক বিষয় নিয়েই লেখালেখি করে থাকি।সাইবারে অনেক আন্দোলন করি।এইবার কিন্তু আমার এই একটা সময় এসেছে ইন্টারনেট বিলের দাম কমানোর।

যেখানে কোম্পানীগুলো অন্যদেশে নগন্য দামে নেট সুবিধা দিচ্ছে সেখানে কিনা আমরা ৩৫ টাকায় ১৫ এম বি দিয়ে নেট চালাচ্ছি।আমরা এমনিতেই ফকিরের জাত তার উপর একদম দেউলিয়া বানিয়ে দিচ্ছে।একসময় দেখা যাবে আমরা আমাদের রক্ত বিক্রি করে নেট চালানোর টাকা সংগ্রহ করতেছি।সরকারের নিকট এই একটি আবাদেন অন্তত আমাদেরকে দেউলিয়া করবেন না।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File