প্রগতিশীল ও উগ্রবাদীদের অবস্থা
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ১৬ মে, ২০১৩, ০৭:০৮:২৮ সন্ধ্যা
তাহাদের মাথার মধ্যে একপ্রকার কীট প্রবেশ করিয়াছে। আপনি কি জানেন কাহাদের মাথায় কীট প্রবেশ করিয়াছে? তথা কথিত প্রগতিশীল,ধর্মনিরপেক্ষবাদী ও তাহাদের অনুচারী কিন্তু উন্মাদ নারী-পুরুষের মাঝে। যাহারা নিজেদেরকে খুবই বড় মনের ফ্রিমাইন্ডের উদার মানুষ ভাবিয়া ধর্মকে তাচ্ছিল্য করিয়া যৌবন কাটাইয়া দেয়। আর বার্ধক্যে তারণ্যের পাপের বোঝা হইতে মুক্তি লাভের জন্য বৃদ্ধ বয়সে হাতে তসবি,মাথায় ফাট্টি অথবা টুপি পরিয়া ধাড়ি ছাগলের ন্যায় দাড়ি রাখিয়া মক্কা হইতে হজ্ব করিয়া আসে অথচ এরা যৌবনে ইসলামের অনুশাসনকে সংকীর্ন মনে করিত, ঘৃণা করিত কোরআনের কঠোর আইনকে। আর রোজ কিয়ামতের দিন যে ৭শ্রেনীর লোক আল্লাহর আরশের তলে স্থান পাবে তাদের মধ্যে যৌবনে আল্লাহর ভয়ে ক্রন্দনরত যুবক অন্যতম,(সহীহ হাদীস) ।এখন কে লইবে তাহাদের এই বৃদ্ধ বয়সের গুরুত্বহীন ও এক্বীনহীন আমলখানা। কেনই বা মহাম্মদ (স.) তাহার লাশ খানাকে মিল্লাতে রাসূল ধরিয়া গ্রহন করিবেন। অথচ যৌবনে এরাই নবীর প্রমিকদেরকে সাপের মত পিটিয়ে মারতো,ঠাট্টা-বিদ্রুপ করিয়া তাদেরকে কষ্ট দিত, ধর্মনিরপেক্ষতার বীজ বপন করিয়া এরাই রাষ্ট্রকে ধর্ম হতে আলাদা করার কথা বলতো। কোন হুজুরের চোখ বেগানা নারীর উপর পড়িতে দেখিলে টিটকারী মারিয়া লুচ্চা বলিতেও দ্বিধা করিতোনা। অথচ নিজেরা নারীর কোমল নিতম্বদ্বয় আর বুকের পিরামিডের ভাঁজখানা দেখিয়া উত্তেজিত হয়তো। কখনো ভাবিত তো কেন দেখিতেছি হুজুররা দেখলেই তো লুচ্চা আর আমরা?? কত বড় পার্থক্যই না ছিল সেই হুজুরগুলো আর তাহাদের মাঝে বভুলক্রমে বা নফসের প্ররচনা পড়িয়া যখনি নারী উপর চোখ পড়িত সাতে সাতে চোখখানা সরাইয়া নিয়া আস্তাগফিরুল্লাহ পড়িয়া লইতো,আল্লাহ এদের সম্পর্কে বলিয়াছেন
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ [٣٩:٥٣]
হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল জুমার-৫৩)।আর প্রগতিশীলেরা তো তাদের দৃষ্টিকে কামোত্তেজনার হাতিয়ার বানাইয়া লইতো। আহা রে কবে যে এইসব প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও আদুনা মাইন্ডের হাইব্রিড যুব সমাজের সুবুদ্ধি হবে। আল্লাহ তোমার কাছে বিনীত অনুরোধ এদরকে সঠিক বুঝ দিয়া দাও। কপি াপগম Facebook
বিষয়: বিবিধ
১৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন