ভারতের কপাল খুলে দিল আম্লীগ!!
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ২৮ জুন, ২০১৩, ১১:৩৯:৩৬ সকাল
পোশাক শিল্পের উপর Generalized System of Preferences (জিএসপি) সুবিধা বাতিল করেছে আমেরিকা। এটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। আমি বলবো এর জন্য রাজনৈতিক দলগুলোর মন্ত্রি এমপিরাই দায়ী। কারণ মার্কিন রাষ্ট্রদূত যখন পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন গঠন করতে বললো তখন পাঠমন্ত্রী লতিফ সিদ্দিক দম্ভের স্বরে তাকে বলেছিল ট্রেড ইউনিয়ন নিয়ে বলার আপনি কে? এখন বুঝছো কাকু তিনি কে??বাঁশ তো খাইলেন। সব দোষ ওনাকে দিলেই বা কেমন হয় বরং এখানে আমাদের খালেদা বুবুর অবদান ও কম না ওনি অনেক আগেই বাংলাদেশের পোশাক শিল্পের উপর নিষেজ্ঞার জন্য যুক্তরাষ্ট এবং ব্রিটেনের হস্তক্ষেপ কামনা করেছিলেন। Washingtonpost-এ নিবন্ধন লিখে। ক্ষতিটা কার হলো?? দেশেরই হলো গার্মেন্টস শিল্পটা রাজনৈতির বলি হলো।অবশ্য সম্প্রতি সময়ে সোহেল কাকুর "রানা প্লাজার" ভাঙ্গনে সরকারের অবস্থানই আরো বেশী ভাবিয়ে তুলেছিল ওবামা প্রশাসনকে। তবে হ্যা সবকিছুর মূলেই ছিল ভারতের স্থানটা আরো পাকাপোক্ত করে দেওয়া সেটাও করে দেখালো #বাল সরকার । অবশ্য এখন Bangladesh Army-র UN Mission স্থানটা নিতে বাকি রয়েছে। সেটার ব্যবস্থাও করা হবে।
বিস্তারিতBanglanews24
বিষয়: বিবিধ
১৬৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন