এটা কি আধুনিকতা নাকি প্রগতিশীলতা?

লিখেছেন লিখেছেন নাগরিক ২৪ জুলাই, ২০১৩, ১০:২৮:৫৪ সকাল

আজ-কাল মেয়েদের হিজাব পড়ে না চলার কথাটা না পাড়লাম।সেটা নিয়ে তো প্রচুর জল নাড়া-নাড়ি হচ্ছেই।কিন্তু হিজাব কি শুধু মাত্ট মেয়েদের জন্য প্রযোজ্য?ইসলাম কি খালি মেয়েদের?কুরআনে আল্লাহ বলেন,"মুমিনদেরকে বলুন,"তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজাত করে।"[সূরা নূর:৩০]

এরপরের আয়াতে বলা হয়েছে মহিলাদের হিজাবের কথা।

অর্থাৎ,পুরুষদের হিজাবের কথাটাই আগে এসেছে।অথচ রাস্তা-ঘাটে কি অস্বাভাবিক অশ্লীল অবস্থায় পাওয়া যায় তাদের।হাফ প্যান্ট পড়া তো এখন অনেক ভদ্র সমাজেও গ্রহণযোগ্য ফ্যাশন।আর এই ছবির মত ড্রেসআপ করাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।যেকোনো দিন কোথাকার ইউনিফর্মই হয়তো হয়ে যাবে এমন পোষাক।আচ্ছা পরিপূর্ণ কাপড় পরতে কি খুব বেশি কষ্ট?টাকা বেশি লাগে বানাতে?নাকি গরম লাগে বেশি?দেহের প্রতিটি অঙ্গে আলো বাতাসের অবাধ বিচরণের স্বার্থে এমন ড্রেস-আপ করাটা মনে খুব বেশি জরুরী?তাহলে এক কাজ করলেই তো হয়।কাপড়-চোপড় পড়ারই দরকার নেই।আরও বেশি আরাম পাবেন।এধরনের লোকদের সম্পর্কে এর বেশি আর কিছুই বলার নেই।

বিষয়: বিবিধ

১৬৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File