ভেতরের গোপন তথ্য ফাস করে দিলেন জয় বাবা
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ২৪ জুলাই, ২০১৩, ১০:৪১:৪৯ সকাল
বাংলাদেশে রাজনীতি করতে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী । কি আনন্দ লাগে মনে, কি আনন্দ জাগে বুকে। শুধু রাজনীতি নয় ভবিষ্যত প্রধানমন্ত্রী হওয়ার ও ইচ্ছে আছে মনে। তাই তড়িগড়ি করে হোল ফ্যামিলি নিয়ে জয় বাংলা, জয় বাংলা বলতে বলেতে চলে এলেন বাবা জয়। কিন্তু এসেই মায়ের শেখানো বুলি ঢালতে শুরু করলেন। মায়ের বুলি যে বাংলাদেশের মানুষের কাছে বাসি হয়ে গেছে বুঝতে পারছেননা। তবে তিনি তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ তাই তিনি সরকারের ঘরের ভেতরের তথ্য ফাস করে দিলেন।
আমার কাছে খবর আছে, আগামীতে আ,লীগ ক্ষমতায় আসবে- জয় বাবা
http://press24tv.com/bn/?p=15669
বিষয়: বিবিধ
২৬৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন