সাকা চৌধুরীর ফাসি ঘোষনা করেছে আদালত
লিখেছেন লিখেছেন মুক্তপাতা ০১ অক্টোবর, ২০১৩, ১২:৫৫:৫৯ দুপুর
প্রমানিত হয়েছে
২ নং অভিযোগ ঃ মধ্য গহিরায় গণহত্যা।
৩নং অভিযোগ ঃ নূতন চন্দ্র হিংস হত্যা।
৪নং অভিযোগ ঃ জগৎমলল পাড়া গণহত্যা।
৫ নং অভিযোগ ঃ সুলতানপুরে নেপাল চন্দ্র ও অপর তিনজনকে হত্যা।
৬ নং অভিযোগ ঃ ৬৯ পাড়া গণহত্যা।
৭ নং অভিযোগ ঃ সতিশ চন্দ্র পালিত হত্যা।
৮ নং অভিযোগ ঃ মোজাফফর ও তার ছেলে শেখ আলমগীর হত্যা।
১৭ নং অভিযোগ ঃ নিজাম উদ্দিন আহম্মদকে অপহরণ ও নির্যাতন।
; ১৮ নং অভিযোগঃ সালেহউদ্দিন আহমদকে অপহরণ ও নির্যাতন।
১৭টি অভিযোগের মধ্যে যে ৮টি অভিযোগ থেকে সালাহ উদ্দিন কাদের চৌধুরীকে খালাস দেয়া হয়েছে সেগুলো হলোঃ
১ নং অভিযোগ ঃ গুডস হিলে সাতজনকে অপহরণ করে ও নির্যাতন করে।
১০ নং অভিযোগ ঃ মানিক ধরের বাড়ি লুট।
১১ নং অভিযোগ ঃ বোয়াল খালী গণহত্যা।
১২ নং অভিযোগ ঃ বিজয় কৃঞ্চ ও দুইজনকে হত্যা।
১৪ নং অভিযোগ ঃ হানিফ হত্যা।
১৯ নং অভিযোগ ঃ মাহবুব আলম হত্যা।
২০ নং অভিযোগ ঃ এখলাস হত্যা।
২৩ নং অভিযোগ ঃ সলিমুল্লাহর উপর নির্যাতন।
যে ৬টি অভিযোগের বিরম্নদ্ধে রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করেননি সেগুলো হলোঃ ৯, ১৩, ১৫, ১৬, ২১ এবং ২২। রায়- এ লেখা হয়েছে এ ৬টি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ হয়েছে।
বিএনপির নমনিয়তায় সাকার ফাসি হয়েছে।
বিষয়: বিবিধ
১৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন