জিহাদ!জিহাদ!
লিখেছেন লিখেছেন নাগরিক ২৬ মে, ২০১৩, ০৬:০৯:৩৯ সন্ধ্যা
জিহাদ এমন একটা শব্দ যার উল্লেখ করা মাত্রই কেন যেন অনেকে ভয় পেয়ে যান।একেবারে ছোটবেলা থেকেই এর কারন আবিষ্কারের চেষ্টা করেছি।এর কিছু কারনও জেনেছি।যেমন সাধারনত যারা "জিহাদ,জিহাদ" বেশি করে তারা সন্ত্রাস কর্মকান্ডও বেশি করে অথবা তাদের বিষয়ে সন্ত্রাস কর্মকান্ডের অভিযোগ বেশি থাকে।তবে,ঠিক এই বিষয়টা নিয়ে তর্ক বাড়াবো না,কারন এর চেয়ে গুরুত্বপুর্ণ বিষয় বাকী আছে।জিহাদ নিয়ে কাফিরদের এমন কি অনেক মুসলিমদেরও ভয় পাওয়ার আরও একটা কারণ হল জিহাদ হল মূলত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ।এটাকে শয়তান ভয় পায়।তাই এটাকে বিতর্কিত করার জন্য কাফিরদেরকে বা দুর্বল মুসলিমদেরকেও ভয় দেখায়।যাক,আমাদের জানা দরকার জিহাদ অর্থ কি?জিহাদ অর্থ চেষ্টা করা।কোনো ছাত্র পরীক্ষায় পাশের জন্য তীব্র চেষ্টা করলে বলা যায় যে সে জিহাদ করছে।এমন কি কোনো ইসলাম বিদ্বেষী মুসলিমদেরকে হেয় করার চেষ্টা করলে বলা যায় যে সে জিহাদ করছে।এ বিষয়ে আল্লাহ কুরআনে বলেন, "আর মু'মিনরা জিহাদ করে আল্লাহর রাস্তায় এবং কাফিররা জিহাদ করে শয়তানের রাস্তায়"।জিহাদ অর্থ অনেকেই ভাবেন পবিত্র যুদ্ধ।তবে,জিহাদের সঙ্গে যুদ্ধের সম্পর্ক খুবই কম।আর পবিত্র যুদ্ধের আরবী "হারবুল মুকাদ্দাস"।
তাহলে দেখি,কীভাবে জিহাদের সঙ্গে যুদ্ধের সম্পর্ক কম।
রাসুল(সাঃ) এক হাদীসে এক সাহাবীর জন্য যুদ্ধে যাওয়ার চেয়ে পিতামাতার যত্ন করাকে শ্রেষ্ঠ জিহাদ উল্লেখ করেন।[বুখারী]হজরত আয়েশা(রাঃ)এর জন্য একটা পুর্ণ হজ্জ সম্পন্ন করাকে শ্রেষ্ঠ জিহাদ উল্লেখ করেছেন[তিরমিযি]অন্য হাদীসে আছে,যে সারাদিন আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে সে ঐ ব্যক্তির চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় যে তরবারী দিয়ে শত্রুকে আঘাত করতে করতে নিজের তরবারীই ভেঙ্গে ফেলে।এর কোনোটাতেই যুদ্ধের কথা নেই কিন্তু এগুলো আছে শ্রেষ্ঠ জিহাদের তালিকায়।
এছাড়াও,নিজের মনের বিরুদ্ধে জিহাদকে বলা হয়েছে "জিহাদ-ই-আকবার" বা বড় জিহাদ।আর যুদ্ধকে বলা হয়েছে"জিহাদ-ই-আসগার" বা ছোট জিহাদ।তাহলে,জিহাদ শুনে আমরা কেন ভয় পাই?
তাহলে যে বা যারা জিহাদ মানে শুধু যুদ্ধকেই বুঝান তারা নিঃসন্দেহেই শব্দটার ভুল ব্যাখ্যা দেন অথবা তাদের জ্ঞানের দৌড়াত্ন খুবই কম।আর কেউ যদি বলেন কাফিরদের নির্বিচারে মারার নাম জিহাদ,আমি বলব কাফিরদের নির্বিচারে মারার নাম জাহান্নামের রাস্তা পরিষ্কার করা।কুরআনে আছে,"কেউ(হোক সে মুসলিম বা অমুসলিম) যদি অন্য কাউকে হত্যা করে(হোক সে মুসলিম বা অমুসলিম) তবে সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করল।" ইসলাম প্রকৃতপক্ষেই একটা শান্তির ধর্ম। জিহাদ শব্দটাও ইসলামেরই একটা শব্দ।এটাকে ভয় পাওয়ার কিছুই নেই।তবে যারা শব্দটার ভুল ব্যাখ্যা করে তাদেরকে ভয় পাওয়া যেতে পারে।
আল্লাহ আমাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদ করার তৌফিক দিন।আমীন।
[চলবে]
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন