কার্টুন বা অ্যানিমেটেড ফিল্ম কি হালাল?
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ২৬ মে, ২০১৩, ০৬:১৫:০০ সন্ধ্যা
আমি অনেকদিন আগে বেশকিছু ইসলামী ডকুমেন্টারি ভিডিও তৈরির পরিকল্পনা নিয়েছিলাম। তো আমার সাথে যে ক'জন ছিল তারা আবার কার্টুন এবং অ্যানিমেটেড ফিল্মের ব্যাপারে খুবই আগ্রহী। এটার মাধ্যমে নাকি বাচ্চাদের কাছে খুব সহজে ইসলামকে পৌঁছে দেয়া যাবে কিন্তু আমার মনের মধ্যে খুঁতখুঁত করতে লাগল। আমি তাদের কথায় সঙ্গে সঙ্গে সায় না দিয়ে এ বিষয়ে বেশকিছু ফতোয়া পড়লাম এবং একটা সংক্ষিপ্ত কোর্সও করে ফেলেছিলাম। ফতোয়া এবং কোর্সের মাধ্যমে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, কার্টুন বা এনিমেটেড ফিল্ম তৈরি করা সম্পূর্ণ হারাম। জীবন্ত মানুষকে দিয়ে ছবি বানানো যাবে, কিন্তু নিজের হাতে বা যন্ত্রে তৈরিকৃত অবিকল মানুষের মতো দেখতে এমন কিছু কার্টুন বা অ্যানিমেশনের মাধ্যমে ছবি তৈরি করা যাবে না। কারন প্রাণ নেই এরকম মূর্তি/প্রতিমূর্তি তৈরি করলে বা ছবি অঙ্কন করলে হাশরের ময়দানে আল্লাহ সেইসব বস্তুকে প্রাণ দিতে বলবেন এবং অঙ্কনকারীকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এইসব ব্যাপার জানার পর আমার আর ওদের সাথে ডকুমেন্টারি ফিল্ম বানানো হয়নি। তো আজকে অনেকদিন পর আবার এক বন্ধুর সাথে এই বিষয়ে তর্ক হল, ওর মতে ইসলামের দাওয়াতের জন্য অবশ্যই কার্টুন বা অ্যানিমেটেড ফিল্ম বানানো জায়েজ। আমি তার এ বক্তব্যের সপক্ষে কুরআন-সুন্নাহর দলিল এবং আলেমদের ফতোয়া সম্বলিত রেফারেন্স চাইলাম। কিন্তু ও বলল, পৃথিবীর কোন আলেম এখনো প্রযুক্তিই ভালো মতো বোঝে না, তারা এ বিষয়ে আবার কি ফতোয়া দিবে? কার্টুন বা অ্যানিমেশনের ব্যাপারে তাদের কোন ধারনাই নাই। তাই ওদের রেফারেন্সের কোন প্রয়োজন নাই!!! তার এ বক্তব্য শোনার পর আমার জবান বন্ধ। তাই এখন ব্লগের বন্ধুদের দ্বারস্থ হলাম।
আপনারা কি বলেন, কার্টুন বা অ্যানিমেটেড ফিল্ম কি হালাল?
বিষয়: বিবিধ
৩৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন