সোহেল রানাদের সমাচার
লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ২৯ এপ্রিল, ২০১৩, ০৫:২৪:২৯ বিকাল
- নিজে করেন যুবলীগ, বিয়ে করেছেন বিএনপি নেতার মেয়েকে;
- হিন্দু সম্প্রদায়ের জায়গা দখল করে চার তলা রানা প্লাজা গড়ে তোলেন বিএনপির সময়ে, আর সে চার তলা অনুমোদন ছাড়া নয় তলা করেন আওয়ামীলীগের সময়ে বিএনপি-র পৌর মেয়রের অধীন পৌরসভায়;
- রানাকে পালাতে সাহায্য করে আওয়ামীলীগের মুরাদ জং, আর ভারত পাড়ির সময় রানাকে আটক করা হয় স্থানীয় বিএনপি নেতার বাড়ী থেকে।
উপসংহারঃ রানারা কোনো দলের নয়, আবার প্রয়োজনের সময় রানারা সব দলের। প্রধানমন্ত্রী এখন যুবলীগের তালিকায় রানাদের খুঁজে পাননা, বিরোধীদলীয় নেত্রী আজ চিনেন না টোকাই সাগরকে, কিন্তু যখন দরকার হয় দেশব্যাপী হাজারো রানা-সাগরদের আপনারাই তৈরী করেন। আপনারাই রানার বাবা-মা, আপনারাই রানার পৃষ্ঠপোষক, আপনারাই আজ একেক জন রানা।...
বিষয়: বিবিধ
১২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন