বিরান শড়কের গান

লিখেছেন লিখেছেন কালেরকলস ২৯ এপ্রিল, ২০১৩, ০৫:৪৭:০৫ বিকাল

এই সব শড়কে এখনো

মাঝরাতে জাগে কার শংকিত স্পন্দন

কার যে পদধ্বনি দুঃস্বপ্নের মত ঘিরে আসে

কোন মুমুর্ষুর শ্বাস পথ খোঁজে রাত্রির বাতাসে…

মনে পড়ে পঞ্চাশের মৃত্যু, মন্বন্তর…

কা’রা যেন ছেড়েছিল ঘর,

কা’রা যেন দেখেছিল বহুদুরে স্বপ্নের শহর,

কা’রা যেন পেয়েছিল দূরাগত অন্নের খবর,

এই সব শড়কে এখনো

রয়েছে তাদের স্মৃতি, তাহাদের জীবন্ত কবর।

এই সব পথ বেয়ে চলেছিল তারা দূর দেশে

যেমন বিমর্ষ প্রাণী পথ চলে মৃত্যু-নিরাশ্বাসে

তাদের হতাশা এই শড়কের নিশ্চল বাতাসে

জ’মেছে বিষের মত- স্বপ্ন নাহি আজ তার পাশে।

এখানে রয়েছে জমা লোভের লোলুপ হাতছানি,

এখানে রয়েছে জমা ক্ষুধাতুর শিশুর গোঙানি।

এখানে রয়েছে জমা মানুষের লক্ষ কাতরানি…

এ সব পথের বুকে মাঝরাতে জেগে কা’রা

করে কানাকানি…

এই সব শড়কে এখনো

মরা মানুষের ঘ্রাণ

সংখ্যাহীন করোটি অম্লান,

পশুর মতন মৃত্যু সে খবর রয়েছে এখানে…

এ সব পথেরা আজ কি আশায় তাকায় কে জানে?

: হয়তো যুগান্ত বার্তা বাহুতে বহন করি’

লক্ষ আগন্তুক

আসিবে তাদের বুকে যে স্বপ্ন দেখিতে আজও

পথেরা উৎসুক

: হয়তো রক্তের বন্যা, জেহাদের দৃঢ় ঝাণ্ডা

খুনের তুফানে…

বিরান শ্রান্তির মাঝে স্বপ্ন দেখিছে তারা

আজ কেবা জানে?

এই সব শড়কের সুপ্তি ভেঙে কোনো

মুক্তি-ফৌজ আসেনি এখনো।।

-ফররুখ আহমদ(বিরান শড়কের গান)

বিষয়: বিবিধ

২০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File