ডোরেমন বন্ধ! মায়েদের হিন্দি সিরিয়াল দেখতে আর নেই মানা।

লিখেছেন লিখেছেন কালেরকলস ০৯ এপ্রিল, ২০১৩, ০৩:৩১:২৫ দুপুর

ভাষা হিন্দি হওয়ার ছুতায় শিক্ষণীয় কার্টুন ডোরেমন নিষিদ্ধ হলো। কার্টুনটিতে বিজাতীয় সংস্কৃতি তেমন একটা ছিল না।

ছিল স্কুল, হোমওয়ার্ক ছিল, বিকেলে বন্ধুদের সাথে খেলা, মোটকথা একটি স্কুল পড়ুয়া ছেলের জীবনে যা যা থাকতে পারে প্রায় সব, আর সায়েন্স ফিকশন।

ডোরেমন এর কারনে মায়েদের হিন্দি সিরিয়াল দেখায় কিছুটা বিঘ্ন ঘটছিল।

বাচ্চাদের পড়াশুনার লক্ষ্যে ডোরেমন বন্ধ, মায়ের পাশে বসে হিন্দি সিরিয়াল দেখছে না তো?

বিজাতীয় সংস্কৃতিতে ভরপুর হিন্দি ভাষার সিরিয়াল পুরোদমে চলছে।

সাবাশ বাংলাদেশ!

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File