রবীন্দ্রনাথ

লিখেছেন লিখেছেন কালেরকলস ০৮ মে, ২০১৩, ১০:৫৪:৫০ সকাল

এ কেমন অণ্ধকার বঙ্গদেশ উত্থান রহিত

নৈশব্দের মন্ত্রে যেন ডালে আর পাখিও বসে না।

নদীগুলো দুঃখময়, নিপর্তগ মাটিতে জন্মায়

কেবল ব্যাঙের ছাতা, অন্যকোন শ্যামলতা নেই।

বুঝিনা, রবীন্দ্রনাথ কি ভেবে যে বাংলাদেশে ফের

বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন।

গাছ নেই নদী নেই অপুষ্পক সময় বইছে

পুনর্জন্ম নেই আর, জন্মের বিরুদ্ধে সবাই।

শুনুন, রবীন্দ্রনাথ আপনার সমস্ত কবিতা

আমি যদি পুঁতে রেখে দিনরাত পানি ঢালতে থাকি

নিশ্চিত বিশ্বাস এই, একটিও উদ্ভিদ হবেনা

আপনার বাংলাদেশ এ রকম নিষ্ফলা, ঠাকুর!

অবিশ্বস্ত হাওয়া আছে, নেই কোন শব্দের দ্যোতনা,

দু’একটা পাখি শুধু অশথের ডালে বসে আজও

সঙ্গীতের ধ্বনি নিয়ে ভয়ে ভয়ে বাক্যালাপ করে;

বৃষ্টিহীন বোশেখের নিঃশব্দ পঁচিশ তারিখে।

-আল মাহমুদ(কালের কলস)

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File