কোথায় যাচ্ছি আমরা ???

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ০৪ জানুয়ারি, ২০১৫, ১২:১৬:০২ রাত

৪/৫ দিন আগের ঘটনা। মেডিসিন ওয়ার্ড শেষ করে ক্লাসে যাব এমন সময় খেয়াল করলাম ইমারজেন্সি ওয়ার্ডে প্রচণ্ড ভিড়।ইমারজেন্সি ওয়ার্ডে সাধারণত সবসময় ভিড় থাকে। স্কুল ড্রেস পরা কিছু ছাত্রকে দেখে ইমারজেন্সি ওয়ার্ডে ঢু মারা প্রয়োজন মনে করলাম। ক্লাস টেনের একটা ছাত্র মারাত্মক ইঞ্জুরড। তার সহপাঠীদের থেকে সম্পূর্ণ ঘটনা শুনে নিজেরই বিশ্বাস হচ্ছিল না। ঘটনার সূত্রপাত মদের বোতলকে কেন্দ্র করে।মদ খাওয়া নিয়ে কথা কাটাকাটি তারপর মারামারি। এক বন্ধু আরেক বন্ধুকে মদের বোতল ভেঙ্গে,ভাঙ্গা বোতল দিয়ে পেটের মধ্যে মারাত্মক জখম করে।

ক্লাস টেনের ছাত্রের হাতে মদের বোতল,এটা নিয়ে মারামারি! বিশ্বাস করুণ আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এটাও কি সম্ভব?? কোথায় যাচ্ছে আমাদের যুবসমাজ? কি অপেক্ষা করছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য?? যে বয়সে আমরা মদের নামই শুনিনি সে বয়েসে মদ খাওয়া নিয়ে মারামারি??

আপনি বিশ্বাস করুন আর নাই করুণ আমাদের সবার অল্যক্ষে এমন একটি প্রজন্ম গড়ে উঠছে যাদেরকে ক্লাস সিক্স-সেভেন থেকে "এসো নিজেকে জানি" নামে পাঠ্য বইয়ে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। আধুনিকতার নামে অশ্লীলতার শেখানো হচ্ছে। "যে সব বই ভীতি প্রদর্শন করে তা পড়া যাবে না" বলে আসলে ধর্মীয় বই পড়তে নিরুৎসাহিত করা হচ্ছে। এই প্রজম্নটা কি শিখে বড় হচ্ছে??

এরা বড় হয়ে কেমন হবে তা আঁচ করার জন্য পিএইচডি করার দরকার নেই। কোথায় যাচ্ছি আমরা??

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299053
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০২:০৪
আফরা লিখেছেন : মনে হয় জাহান্নামে ----
299070
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৩:০১
হাকালুকি লিখেছেন : ডিজিটাল বাংলাদেশের টাল-মাতাল যুবসমাজ- জাতীর আব্বাহুজুরের স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে যাচ্ছে গর্তের দিকে----জয় বাংলা
299083
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:২০
অনুরণন লিখেছেন : ধারণা করি আপনি পেশায় চিকিৎসক। একজন চিকিৎসকের দৃষ্ঠিভঙ্গি থেকে আপনার কি মনে হয় বেসিক যৌনশিক্ষা অপ্রয়োজনীয়?
299088
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৮
অনুরণন লিখেছেন : এই ডকুমেন্টটা পড়ে দেখেন, এইটাকে কি অশ্লীল মনে হয়?
http://unesdoc.unesco.org/images/0018/001832/183281e.pdf
299123
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০১
হতভাগা লিখেছেন : বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে , ভাবতে ভালই লাগছে
299277
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫১
দিদারুল হক সাকিব লিখেছেন : কিছু কিছু জিনিস আপ্নাআপ্নিই শিখে মানুষ। এগুলার জন্য আলাদা শিক্ষার দরকার নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File