বিশ্বনবীর হিজরত....

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৩৬:৫১ রাত

৬২২ খ্রীষ্টাব্দের ২৭শে সেপ্টেম্বর রবিউল আওয়াল শুক্রবার মানবতার মুক্তির দূত বিশ্বনবী সঃ মদীনায় পদার্পণ করেন।।

নবুয়তের ত্রয়োদশ বছরে মক্কার কৌরাইশরা দিন দিন ভয়াবহ মূর্তি ধারণ করতে লাগল।হিংসা শত্রুতা ও বিদ্বেষের আগুন তাদের একেবারেই অন্ধ করে তোলে। মক্কাবাসীদের সমস্যা সমাধানের মূল কেন্দ্র "দারুন নাদওয়ায়" কৌরাইশদের প্রধান প্রধান চৌদ্দজন ব্যক্তি একত্রিত হলো সিদ্ধান্ত নিতে কি করা যায় মুহাম্মদকে।

তাদের কেউ বলল তাঁকে বেঁধে একটা বদ্ধ ঘরে ফেলে রাখা হোক যতক্কণ তাঁর মৃত্যু হয়। আর একজন বলল তাঁকে সবল উটের পেছনে বেঁধে দেয়ে হোক এবং উটকে সজোরে তাড়ান হোক যতক্কন না তাঁর মৃত্যু হয়। সবশেষে বানু মাখজাম গোত্রের আবু জেহেল শেষ প্রস্তাব দিল ১ প্রত্যেক গোত্রের একজন করে বীর সাহসী যুবককে আনা হোক।২ ঐ সমস্ত যুবক রাত্রি বেলায় তাঁর ঘর ঘেরাও করুক। ৩ যখনই তিনি ঘর থেকে বের হবেন তখনি যুবকগন তাঁর ওপর ঝাপিয়ে পড়বে এবং হত্যা করবে।এতে সকল গোত্রই যোগদান করবে।তাহলে তাঁর গোত্র বা বংশ সকলের সাথে যুদ্ধ করতে সক্কম হবে না। এ প্রস্তাবটি সর্ব সম্মতিক্রমে গৃহীত হল।

"যখন অবিশ্বাসীরা তোমার সম্পর্কে ষড়যন্ত্র করছিল বন্দী করার জন্য কিংবা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার জন্য এবং তারা চক্রান্ত করছিল এবং আল্লাহও কৌশল করছিলেন এবং আল্লাহ্ই শ্রেষ্ঠতম কৌশলী।" সুরা আনফাল_৩

আল্লাহর এ মহাকৌশলে বিশ্বনবী হয়রত মুহাম্মদ সঃ হয়রত আলীকে তাঁর বিছানায় রেখে কাফেরদের চোখকে ফাঁকি দিয়ে হয়রত আবু বকরের বাড়িতে গিয়ে উঠলেন।সেখান থেকে তাঁকে নিয়ে মক্কা থেকে পাঁচ মাইল দক্কিণে সওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন।আবু বকর রাঃ গুহার ভেতরের গর্তগুলোকে নিজের চাদর ছিঁড়ে বন্ধ করলেন।একটি গর্ত খালি রয়ে গেল।আবু বকর রাঃ পা দিয়ে সেটাকে বন্ধ করলেন।এবং হয়রত মুহাম্মদ সঃ তাঁর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন।ইতিমধ্যে ঐ গর্ত থেকে আবু বকরের পায়ে একটি সাপ কামড় দেয়। তীব্র যন্ত্রনায় তিনি অস্থির হয়ে ওঠেন।তবুও পাছে তাঁর ঘুম ভেঙ্গে যায় এ আশংকায় আড়ষ্ট হয়ে থাকলেন।হঠাত্ আবু বকরের অশ্রুবিন্দু হয়রত মুহাম্মদ সঃ এর মুখমন্ডলে পড়ায় তাঁর ঘুম ভেঙ্গে যায়।তিনি খঃতস্থানে মুখের লালা লাগিয়ে দেওয়ায় তাঁর যন্ত্রনা থেকে মুক্তি পান।

মুহাম্মদ সঃ নিজের বিছানায় চাদর ঢাকা দিয়ে আলীকে রেখে যান।কাফিররা তরবারীসহ তাঁর ঘর ঘিরে আছে।আলী রাঃ নির্বিকারে ঘুমাচ্ছেন।যখন তিনি উঠলেন অতন্দ্র কোরাইশ প্রহরীগণ দেখল একি! কোথায় মোহাম্মদ সঃ?? তারা জিঙ্গেস করল হয়রত আলীকে।তিনি উত্তর দিলেন তোমরা প্রহরী ছিলে,না আমি ছিলাম??তোমরাই তো আমাকে বলবে উনি কোথায় গেলেন।সমগ্র কোরাইশকুল অবাক হতভম্ব।এ কি হল! তারা তন্ন তন্ন করে খোঁজা শুরু করল।কেউ বা ঘোড়ায় চেপে কেউ বা উটে কেউ বা পায়ে হেঁটে কিন্তু সকলেই ফিরে এল।কোন সন্ধান পেল না।।

তিন দিন তিন রাত্রি উঁনারা ঐ গুহায় ছিল।অতঃপর ২৭ শে সেপ্টম্বর ৬২২ খ্রীষ্টাব্দে মদিনায় পদাপর্ণ করেন।।

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File