কার কাছে বিচার চাইব??????
লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ২৭ এপ্রিল, ২০১৩, ০৮:৫১:১০ রাত
এতো মানুষ মারা গেলো তবু তাদের ভোধোদয় হয় না।ওরা আছে ওদের নোংরা রাজনীতি নিয়ে ব্যস্ত। চারিদেকে এতো হাকডাক দেখে মনে করছিলাম এবার বুঝি আর রানার রেহাই নেই।।
কিন্তু বরাবরের মতোই ঘাতক, হত্যাকারী রানাকে নিয়ে শুরু হয়ে গেলো রাজনীতি।প্রধানমন্ত্রী ব্যস্ত সাভারের যুবলীগের কমিটি নিয়ে।রানাকে বাঁচাতে উঠে পরে লাগলেন।আর জাতীয় সংসদের বুদ্ধিপ্রতিবন্ধী মি.বিন ব্যস্ত দোষটা বিরুধীদলের উপর চাপাতে!!!
আমরা কার কাছে বিচার চাইব???
মাননীয় প্রধানমন্ত্রী,রানাকে পালানোর ব্যবস্থা করে দিয়ে এখন গ্রেপ্তারের নির্দেশ দেন!!দেশের মানুষ সবই বুঝে।আমাদের সাথে আর কত রসিকতা করবেন????
আমরা এ হত্যাকান্ডের বিচার কখনোই পাবো না। জানি লোকদেখানো তদন্ত হবে,মিডিয়া ও কিছুদিন এনিয়ে মেতে থাকবে,কিছুদিন পর সবই ভুলে যাবো।আবার মনে পরবে তখন যখন এই হত্যাকান্ডের একবছর পূর্ণ হবে অথবা তার আগে আবার যদি একই ঘটনা ঘটে!!
আমরা এই জালিম সরকারের কাছে বিচার চাইব না।সকল বিচারকের মহান বিচারক,রাজাধিরাজ আল্লাহর কাছে আমরা এর বিচার চাই। ইয়া মাবুদ তুমি এর বিচার কর।।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন