[b]আমরা সাধারণ[/b]
লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ২১ এপ্রিল, ২০১৩, ০২:৩৫:২৪ দুপুর
এদেশ-এদেশের মাটি আমার মা
আমাদের মাকে আমারা কারো নামে লিখে দেয়নি
না দেয়নি দলিল করে
না দেয়নি কোনোও শর্তের বিনিময়ে ইজারা
না আমরা কারো কাছে দেয়নি কোনো দস্তখত ।
আমরা ভোট দেই, প্রতিনিধি নির্বাচন করি
প্রয়োজনে পুরোনো আসবাবের মতো ছুড়ে ফেলে দিই
এসব করি শুধুমাত্র আমাদের সেবা করার জন্য,
কারো জঠর ভরবার জন্য কিম্বা স্বেচ্ছাচারিতার জন্য নয় ।
এদেশ আমার এবং আমাদের সকলের, এদেশ কারো বাপের ভিটা
কারো স্বামীর ভিটা কারো দাদা বা নানার ভিটা নয়
নয় কারো উত্তরাধীকারে প্রাপ্ত উদ্বৃত্ত অস্থিত্ব ।
আমরা সাধারণেরা আমাদের প্রয়োজনে আমরা অতি অসাধারণ
তার মানে এই নয় য়ে-সুজোগ দিয়েছি বলে
মেনে নেব স্বেচ্ছাচারিতা-ভণ্ডামি-গুণ্ডামি-গুয়েমি,
আমরা আমাদের প্রয়োজনে ভীষণ ভীষণ প্রতিবাদী
এবং দরকার পড়লে মারমুখী ও বটে। আমরাই আমাদের কাজের খাতিরে
যখন যাকে খুশি ভাবি তাকে বুকে নেই টেনে-খায় চুমা, আবার
ব্যতয় করলে বুকের খাচায় লাথি দিয়ে মাচা ভেঙ্গে
নামিয়ে দেই আস্তাকুড়ের অপাংক্তেয়র অতলে।
অতীতেও এমনটি যারা করেছিল
সেসব কুলাঙ্গার আজ ইতিহাসের আস্তাকুড়।
এদেশ-মাটি-মাতৃভূমি-মুক্তিযুদ্ধ-স্বাধীনতা
আমরা কারো নামে ইজারা দেইনি,দেইনি কারো নামে
দলিল করে,আমরা আমাদেরি প্রয়োজনে স্বাধীনতা এনেছিলাম
আগামীতে রক্ষার দায়িত্বও আমার ।আমরা অগণন আমজনতা-
আমরা সাধারণ, আমরা জীবন দিতে ও নিতে পারি
রক্ষার্থে আত্মসম্ভ্রম ।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন