হাত বাড়াও

লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ২৭ মে, ২০১৩, ১২:৫৮:১১ দুপুর



তোমার হাত তুমি বাড়াও

যাও নির্ভয়ে এগিয়ে যাও

মানবতার বানী শোনাও;

দেখ ওই মজলুম ডাকে বাঁচাও বাঁচাও বলে

টোকাই আর ফেলানিরা ডাকে

ভাত দাও কাপড় দাও থাকবার ঘর দাও

দাও দাও বেঁচে থাকবার অধিকার দাও

তুমি নির্ভয়ে তোমার হাতটি বাড়াও,

যে শিশু হাঁটতে গিয়ে আছড়ে পড়ে মাটির পরে

তুমি সে দেহটিকে ধর তুলে জগতের তরে,

যে জীবন ক্ষয়ে মরে অন্ধকারে

সেথায় তুমি হাত বাড়াও আলো করে,

যে ঘর যাচ্ছে ভেঙে খান খান করে

তুমি হাত বাড়িয়ে খাড়াও তারে,

যে জীবন ভালোবাসাহীন অন্ধকারে

একা একা ক্ষয়ে মরে

সে জীবনরে তুমি হাত বাড়িয়ে জাগিয়ে তোলো

সৃষ্টির আসরে

ভালোবাসার বাসরে,

যে ঘরে আদৌ জ্বলেনি আলো

তুমি নিজের হাতে জ্বালাও আলো

বন্ধু তুমি হাত বাড়িয়ে থেকো ভালো।

বন্ধু তুমি হাত বাড়াও হাতের তরে

প্রিয় জীবন কেবলি জীবনের তরে ।

বিষয়: সাহিত্য

১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File