ভালোবাসার প্রশ্ন
লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ১৫ মে, ২০১৩, ০৪:৪৭:৩৯ বিকাল
তুমি এসেছিলে
তোমার আসাতে আমি ধন্য হয়েছিলুম
কিছু সুখের সময় পেয়েছিলুম
আসতে না আসতেই যাবার কথা বলছ !
তা চলে যাবে বলেই কি এসেছিলে ?
জানি তোমাকে ও যেতে হবে
চলে যাবে তুমি ও যাবে,
আমাকেও যেতে হবে জানি,
তুমি যাবে !
তা না হয় যাও, তবে
আর কিছুটা সময় পার কি না দিতে ?
না এখনি যেতে হবে ------- ?
তুমি ভালোবেসেছিলে
ভালোবেসে ভালবাসা আদায় করে নিয়েছিলে
আমি ও অকপটে মাথা পেতে নিয়েছিলুম
ভালোবেসেছিলুম তোমাকে,
আজ ভালোবেসে চলে যাবে বলছ, যাও
বাঁধা আমি দিবো না,শুধু একটি প্রশ্ন করব
আশারাখি উত্তর দিয়ে, তারপরে যাবে
আমাকে ভালোবাসার ফেরারী আর তুমি নিজে
ভালোবাসার ফেরিওয়ালা হবে বলেই কি ভালোবেসেছিলে ?
তুমি যাচ্ছ, ভালো থাকবার পরবার জন্যই কি যাচ্ছ,
নিশ্চয় একলা থাকবার জন্য যাচ্ছ না ?
তুমি হেসেছিলে তোমার প্রতি আমার ভালোবাসা দেখে,
আমাকে ভালোবাসার আনাড়ী বলেছিলে
সেদিন বুঝিনি আমি
আজ বুঝলুম তোমার সেদিনকার হাসির মানে ।
তুমি গুন গুন করে আমাকে ভালোবাসার গান শোনাতে
আমি ও বিমুগ্ধ চিত্তে শুনতুম আর ভাবতুম
কি করে অমন সুন্দর করে গাও,
সেদিন গান শুনিয়েছিলে কি আমাকে গান গাইতে হবে
আর আমারি গান আমারি শুনতে হবে বলে ?
তুমি ভাবতে
কি ভাবতে তাও বলোনি তুমি
আর ভাবতে ভাবতেই গেলে চলে,
তুমি ভাবতে কি
তোমার চলে যাবার পর
আমাকে ভাবতে হবে বলে ?
তুমি স্বপ্ন দেখতে ভালোবাসতে
আমি স্বপ্ন দেখতুম না বলে
আমাকে শিখিয়েছিলে কিভাবে স্বপ্ন দেখতে হয়
আর আমার স্বপ্নে থাকতে শুধু তুমি
আজ তুমি নেই
তোমার স্বপ্ন দেখা শেখানো ছিল কি
আমাকে আমৃত্যু স্বপ্নের সন্নাসী করবে বলে ?
তুমি ভাবতে গিয়ে রাতের বালিশ ভিজিয়ে ফেলতে
প্রশ্ন করলে কিচ্ছু বলতে না
নিরব থাকতে কি আমাকেই রাত অবধি ভিজে যেতে হবে বলে ?
তুমি খুব বেশি আলিঙ্গনে আবরনে আমাকে ঢেঁকে রাখতে
তা কি চলে যাবে বলেই কি এসব করতে ?
আজ তুমি নেই
আমি একা
এক্কবারে একা
এখন আমি বেঁচে আছি না মরে গেছি
এই খোঁজটুকুও নেবার কেউ নেই
ভালোবাসা আশা স্বপ্ন দেখা
সবি আজ মরিচীকা
কারন তুমি নেই বলে ।
আচ্ছা ভালোবাসা কেনো মানুষকে একা করে দেয় ?
কেনো ভালোবেসে কাঁদতে হয় ?
(সংক্ষিপ্ত)
বিষয়: সাহিত্য
১৭৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন