আর কত ?
লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ২১ মে, ২০১৩, ০৫:১১:১৬ বিকাল
কত আর রশিতে বেঁধে জলে ভাসালে পরে
ভূ-অধিকরণ দেবে ?
কত আর ভাঙ্গার পর তুমি আমাকে
গড়ার অধিকার দেবে ?
কত আর দুরে ঠেললে পরে তুমি আমাকে
তোমার বুকে স্থান দেবে ?
কত আর নিচে নামালে পরে তুমি আমাকে
উপরে উঠার পথ দেখাবে ?
কত আর মচকানোর পর তুমি আমাকে
মেকুদণ্ড খাড়া করে দাঁড়াতে দেবে ?
কত্ত আর ক্ষয়ে গেলে পরে তুমি আমাকে
সঞ্চয়ের খাতায় নাম লেখাবে ?
কত আর সুদের ভারে মগ্ন হলে পরে তুমি আমাকে
আসলে ফিরতে দেবে ?
কত আর নদী নালা খাল বিল এদোঁ পঁচা কাদা মাটি পেরোলে পরে
আমাকে ঠিকানা দেবে ?
কত আর গ্লানির অনলে পোড়ালে পরে আমাকে তুমি
আমার প্রকৃত প্রাপ্যটুকু দেবে ?
কত্ত আর হারানোর পরে তুমি
সাড়ে তিন হাত মাটি দেবে ?
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন