না, না এবং না

লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ১৮ এপ্রিল, ২০১৩, ০৩:৪৪:৪৬ দুপুর

আমরা একবিংশের রক্তমাখা বাঙলাররক্তমাখা পথে একাকী হাটতে হাটতে দ্বাবিংশের দোরগোড়ায় কড়া নাড়ব নাড়ব করতাছি , তক্ষণ ৪৮ ৫২ ৬৯ ৭১ কে কাগুজের ফুল বানায়ে ইনিয়ে বিনিয়ে ছল ছল ছল কল জল চোখে চারটা দিনের লাইগাই মাত্র ফটোকপির দেশপ্রেমিক সাজবার চাইবার গিয়া লকেট বানাইয়া

বুকপকেটের উপরখানটায় ঝুলাইয়া রাইখাছি ;টোকাইদের একটুকরা রুটির বিনিময়ে হরতালে মিছিলে মিটিংয়ে জমায়েতে বোমা ফাটাইবার কাম করাইতেছি; কিংবাচুরি ডাকাতি ছিনতাই খুন জখমের ফ্রি টেননিং টুননিং দিয়া পায়ে দাঁড়াবার উপায় বাতলাইতেছি কিন্তু কথা না হুইন্ন্যা বচসা করবার চালি ঝেট্টে বিদায় দিইয়া আনাচে কানাচে ভুখা পেটে টেকনা খালি হেটে খুটে টুকে ফুটপথে জজ্ঞালে ঘুমুতে দি্য্যা সঙ্খি আইয়া হাত পাতলে রাবনের বান ঝাইড়া হুনোমানের দন্ত কেলাইয়্যা ত্যক্তবিরক্তিতে গোহায় লাথ্থি কষ্যা খেদায় দিতাছি;ফেলোনিদের হ্যালাফ্যালা কইরা ধইরাকখনো বুয়ার কামে কখনো ঝিয়ের কামেকখনো সখনো যেীনদাসীত্বে বাধ্য কইরা বিয়ার প্রলোভনে পেট বাধাইয়া আত্মহত্যা কিংবা হত্যার রক্তে হাত পাকইতেছি আর অন্যদিকে গরীবদেরকে দারিদ্রতার সুজোগ কামে লাগাইয়া ভিখিরি কইরামোরা সরদার সাইজা চান্দা লইয়্যা ধান্দা কইরা নেতা হইয়াজীবন লইয়া ছিনিমিনি খেইলাঅতি কৃত্রিম রঙ ঢঙ্গে অঙ্গ জোব্বা জড়াইয়া হাজ্জির পাজ্জি সাইজ্জাসাদা সমাজসেবক হইতাছি ;সত্যি কইরা বক্ষে কান পাত্ত্যা দেহেন তো দেহিলজ্জা শরম অপরাধপ্রবণতা জাগে কি না

না জাগে না ? না জাগে না !!৫২ ৬৯ ৭১’র আলোবর্তিকার সন্তানদের প্রায়শই মৃত্তিকা ঘরে কিংবা সাঁঝের প্রহরেকিংবা রোদ্দুরে রিক্সা ঠেইলা মরে, আর বাকীরা ?চৌকস ধান্দাবাজ তেলবাজ ছলবাজ কলবাজ কিংবা কাগজধারীরা প্রতিহিংসা আর পরশ্রীকাতরতার রাজনীতিতে ঢুইক্কা ডালা ভরতে ফন্দিফিকিরের জিকির করে ।গুল্ল্যা ভুইল্ল্যা গিল্ল্যা স্বাধীনতার লাইগা দো লাখ সম্ভ্রম হারারা লোকলজ্জা কানাকানি দাত সিটকানোর ভয়েআজো ছোবড়া ঘরত চুপটি কইর‌্যা ঘুপটি মাইরা জ্যান্ত মরেআলোক মায়েদের কেউ না চেনে কেউ না জানে কে কোথায় ??দো জনা মায় বীবাঙ্গনা বাকীরা কি নয়নজনার সুরঞ্জনা ?অগোরে তুমি করো না আমি ও করি নাতাই সরকারও করে নাকালের কৃষ্ণার গাঙ পারাইলা গয়লার দরকার পড়ে নাতয় স্বাধীনতা কি আমাগো মানায়, না মানায় না ?৫২ ৭১ কে এখানকার এখন স্মরণ মেলায় লৌকিকতায় সভায়গোলটেবিলে চোরাবালির চেীকষ পোশাকে সভায় সেমিনারে সেতারে বেতারে মিথ্যা গলা ফাটানোর বাগাড়ম্বরে হয় বরণ ।আর তাগো জীবনে ?? !দেখবার ন পাই ভাত্তি ডিঙ্গানো জীবনেরকোনোও একটি খানে;রোজকার রোজগিরি গিন্নি-গার্হস্থপনায় ৫২ ৭১ নিয়া দেহি কুকীর্তির স্বত্ত্বাধীকারী কুত্তাদের কামড়াকামড়ি ।তয় মুক্তো কই ঝুলাইলাম ?ভুতের মুখে রাম নাম মানায় না মানায় ন ??? সেদিনের দারিদ্রতা দেীড়ে তেড়ে ফুড়ে উড়ে উড়ে

পূর্বাঙ্গের প্রাগৈতিহাসকের পাতিহাস করে ছেড়েছে ।

আজো এহানে অভাবে না খেয়ে মরেটাকার অভাবে পোলা বিত্রি করেক্ষুধার জ্বালা সইতে না পেরে বিষ খেয়ে মরেধারের টাকার লাইগা জেল খাটেঅন্নাভাবে মা বাবায় সন্তানের গলা টিপে মারেধর্ষিতা মাইয়া স্ত্রী আর সন্তানের লাশ বাবার কাধে বইতে হয়ছেড়া কাপড়ে ভিক্ষকেরা হাত বাড়ায়ঘরে বাইরে নারী কেনাবেচা হয়বিচারের বানী অবিচারের ভয়ে কাকড়ে মরেদ্বারে দ্বারে পেরি কইরা আত্নহত্যায় গিলে খাইএতদ্সত্ত্বেও ওরা স্বামী স্ত্রী ভাই বোন ভগ্নি মা বাবার স্বপ্নকে জীবন্ত করতে মোদের টেকা কড়ি কানু ডুবাইয়া হাটু গেড়ে চেটে পুটে খায়

দেখ তো সবি তুমি, এবার তুমিই বলোলাশের পোষ্টমর্টেম কী লাশের প্রতি অবিচার নয় এসব করবার এখনই কি সময় না মানায়

এখন এখানকার লাশের বিভৎসতায় পাকরা ভয় পায়

লাশকাটা ঘরে কাটাছেড়ার দরকার পড়ে নাকারন তোমার অংগ তো এখন মুচি ডোমে ভরা লাশকাটা ঘরএক্সপোর্ট ইমপোর্ট কঙ্কাল ! তা তো আর দরকার পড়ে নাএখানেই মেলে রাত পোহালেইঘুষের টাকা পকেটে ভরে না তাই বস্তায় বেধে বইবার গাড়ি দরকার পড়েকি নেই এখানে এই প্রশ্ন এখানে এখন অবান্তর নয়অবান্তর কি পাওয়া যায় ? হয়ত অরক্ষিত স্বাধীনতার অত্মচিৎকারে নিদ লাগে না

একনায়োকোচিত বাকশালী মুলমন্ত্র এখনো যেখানে মধ্যরাতের মোক্ষম অস্ত্রযেখানকার দদুই টাকার মন্ত্রীরা পরে ট্রিলিয়ন টাকার বস্ত্রযেকানে স্ত্রীলিঙ্গেরা ঘরে বাইরে সম্ভ্রম রক্ষায় ব্যতিব্যস্তসেখানে পাথর সিমেন্ট লোহা ইস্পাতের মূর্তিজনগণের ট্যাক্সের টাকায় হারানো রক্তদের শ্রাদ্ধের নামে ভূড়ি ভোজতোমার আমার কি মানায়না মানায় নাকেউ মানে না

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File