সালাতে আমরা কি পড়ি ? - ১ম পর্ব

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৩ আগস্ট, ২০১৫, ১১:১৮:০০ সকাল



সালাতে দাড়িয়েই সর্ব প্রথম আমরা বলি ”আল্লাহু আকবার’ – আল্লাহ্ সবচেয়ে বড় !

এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম উপায় আল্লাহর মহিমা ঘোষণা করার। ক্ষমা, দয়া দানশীলতা সকল দিক থেকেই আল্লাহ্ সবচেয়ে বড়।

দুনিয়া জাহানের মালিক পরকালের মালিক, সব দেশের সব রাজা-বাদশাহর উপরে অবস্থিত যেই মালিক তিনি হলেন- আল্লাহ। আল্লাহু আকবার বলে আমরা সব শিরক, বিদাত প্রত্যাখ্যান করে আল্লাহকেই সর্বোচ্চ ক্ষমতা ও সার্বভৌমত্বের মালিক হিসেবে ঘোষণা দিচ্ছি। দুনিয়ার সৃষ্টি, এর নিয়ন্ত্রণ, সব সৃষ্টি জীবের রিযিকসহ সব কল্যাণ-অকল্যাণের একক মালিক হিসেবে অনুগতচিত্তে আল্লাহকে মেনে নিলাম।

আল্লাহু আকবারের পর আমরা পড়ি সানা। সানা একটি আরবি শব্দ। যার অর্থ হলো-প্রশংসা, স্তুতি, গুণগান ইত্যাদি। সানায় আমরা আল্লাহর প্রশংসা করি এবং নিজের জন্য দুয়া করি। যে যেই সানা পরি তার অর্থ জানা থাকলে আমাদের জন্য তা অনুভব করা সহজ হবে।

১) ”আল্লাহুম্মা বা-ঈদ বাইনী ওয়া বাইনা খাতাইয়া ইয়া কামা বা আদ’তা বাইনাল মাশরিক্বী ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা উনাক্কাস ছাওবুল আব্ইয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মাগসিল খাতাইয়া ইয়া বিল মা-য়ি ওয়াসছালজি ওয়াল বারাদ্।”

(বুখারী ও মুসলিম)

অর্থঃ হে আল্লাহ্ ! আমার ও আমার গুনাহ্ গুলোর মাঝে এমন দূরত্ব সৃষ্টি করে দাও যেমন তুমি পূর্ব ও পশ্চিমের মধ্যে

দূরত্ব সৃষ্টি করেছ। হে আল্লাহ্ ! আমাকে পাপ ও ভুলত্রুটি হতে এমন ভাবে পবিত্র করো যেভাবে সাদা কাপড় ময়লা হতে

পরিস্কার করা হয়। হে আল্লাহ্ ! আমার যাবতীয় পাপসমূহ ও ত্রুটি বিচ্যুতি গুলি পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে

দাও।

২) ”সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস্মুকা ওয়া তা’আলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা” (আবূ দাঊদ ৭৭৫, ৭৭৬ ইঃফাঃ)

অর্থঃ হে আল্লাহ ! তুমি পাক-পবিত্র তোমারই জন্য সমস্ত্ প্রশংসা, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ , তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই ।

৩)ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।

অর্থ- 'আমি একনিষ্ঠভাবে মনোনিবেশ করলাম তাঁর প্রতি, যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।' (সূরা আনআম : ৭৯)।

৪)ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রবি্বল আলামিন; লা শারিকা লাহু ওয়া বিজালিকা

উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন।

অর্থ- 'নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ

বিশ্বপ্রতিপালক আল্লাহ তায়ালার জন্য; তাঁর কোনো শরিক নেই, আমাকে এ নির্দেশ করা হয়েছে, আর আমি প্রথম মুসলিমদের (আত্মসমর্পণকারী) অন্তর্ভুক্ত।' (সূরা আনআম : ১৬২)।

বিষয়: বিবিধ

১৭৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337738
২৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৪
বাকপ্রবাস লিখেছেন : ”আল্লাহু আকবার’ Thumbs Up Thumbs Up Rose Rose Thumbs Up Thumbs Up
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৬
279395
তরিকুল হাসান লিখেছেন : আল্লাহু আকবার। ধন্যবাদ।
337750
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৫
নাবিক লিখেছেন : ভালো লাগলো
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৬
279396
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।
337765
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
337796
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৪
হতভাগা লিখেছেন : আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর সানা হিসেবে ২ নং টা পড়ি ।

৩ নং টা তো জায়নামাজে দাঁড়ানোর সময় পড়ি ।

পর্ব কি চলবে , নাকি এটাই এতদসংক্রান্ত প্রথম ও শেষ পোস্ট ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File