গভীর রাত, বড় আশ্চর্য সময় !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০৯ আগস্ট, ২০১৫, ০৮:৩১:০৫ রাত
এইচ.এস.সি পরীক্ষার রেজাল্টের দিনটি ছিল আমার জীবনের অন্যতম কষ্টের একটা দিন। সেই রাতে ঘুমাতে পারিনি। আমি এ প্লাস পেয়েছিলাম, কিন্তু আমার অসম্ভব মেধাবী বন্ধু তুহিন সেবার দুর্ভাগ্যজনক ভাবে পাশ করতে পারলো না। তুহিন আমার কতটা কাছের বন্ধু বোঝানো সম্ভব না। আমার ইন্টারমেডিয়েট লাইফে খুব সম্ভবত এমন কোন স্মরনীয় স্মৃতি নেই যেখানে তুহিন অনুপস্থিত। তুহিন এখন কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে। আমি নিজে ফেল করলেও এত খারাপ লাগতো না। রাতে গলা দিয়ে ভাত নামছিল না। আমি আর তুহিন গভীর রাতে কষ্টটা হালকা করার জন্য রাস্তায় বের হয়ে পড়লাম। সেই আবেগের জায়গা থেকেই নিচের কবিতাটা লেখা-
গভীর রাত বড় আশ্চর্য সময়,
এসময় পাড়ার কুখ্যাত মাস্তান
জোছনার আলোয় ধ্যান-মগ্ন থাকে,
অথচ পাহাড়ের বাকে
সাধু দরবেশ ডুবে যান
পঙ্কিলতার গহবরে।
হাওড়ের কালো জলে
তখন ভেসে ওঠে
সোনার কঁই আর রুপার মাগুড় !
পাড়ার বুড়ো বট তখন বিশ্রাম নেয়
অচিনপুরের শিশির নীড়ে !
একটা রাতজাগা গানের পাখি
একা একা কাঁদে এই নিশীথেই,
ভোরের হাসির মুখোশ ঝেড়ে !
মান-অভিমানের পুরনো খেলায়,
সব কিছু পেছনে ফেলে
উচু ডালে বেধে ফেলে
মেলায় কেনা নতুন শাড়িটা।
দুর আঁধারে চলে আশ্চর্য লুকোচুরি,
ফেরারী হয় ঘরকুনো
আহ্লাদী রাজপুত্র
সিংহাসনের শিকল ভেংগে।
গভীর রাত বড় আশ্চর্য সময় !
( গভীর রাত বড় আশ্চর্য সময়, ডা. মো.
তরিকুল হাসান)
বিষয়: বিবিধ
১৭৭৪ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
০ আপনার এত জিগরি দোস্ত ! আপনার সাথে সে কি তার সমস্যা শেয়ার করতো না ?
মন্তব্য করতে লগইন করুন