এই দেশে ধর্ম থাকলে থাকবে আওয়ামী ধর্ম বা নাস্তিক ধর্ম।
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০৯ আগস্ট, ২০১৫, ০৭:৪৬:৪৭ সন্ধ্যা
আমার দেশ, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, টুডে ব্লগ এবং ইসলামিক টিভি এই সব থেকে আওয়ামী ধর্মীয় লোকদের সমস্ত পাপের বিবরন প্রকাশ এবং প্রচারের কারনে এই সব মিডিয়া সরকার বন্ধ করে দিয়েছে।
আপর দিকে ধর্মকারী ওয়েব সাইট, মূত্র-মনা ব্লগ, আমার ব্লগ, নাগরিক ব্লগ সহ নাস্তিকদের সব ব্লগ সাইট থেকে প্রতিনিয়ত ইসলাম সহ প্রায় সব ধর্ম নিয়ে যখন অশ্লীল মন্তব্য, কার্টুন এবং বিভিন্ন ধর্মের নানা বিষয় নিয়ে খারাপ খারাপ ছবি প্রকাশ করা হয়। এতে সরকারের কোন সমস্যা হচ্ছে না কারন সরকার বা আওয়ামীলীগ চাচ্ছে এই বাংলাদেশে শুধু তাদের ধর্ম এবং নাস্তিক ধর্মই থাকবে। উল্লেখ্য এই ধর্মকারী ওয়েব সাইটাই মূলত বাংলাদেশের নাস্তিকদের প্রমোট করে যাচ্ছে প্রতি নিয়ত।
সারা জীবন শুনে আসলাম নাস্তিক মানে যে সৃষ্টি কর্তায় বিশ্বাস করে না তাকে নাস্তিক বলে। অপরদিকে বাংলাদেশের নাস্তিকদের কাজ হচ্ছে প্রতিনিয়ত ইসলাম নিয়ে সমালোচনা করে যাওয়া। তার মানে বুঝা যাচ্ছে বাংলাদেশের সব নাস্তিক হচ্ছে হিন্দু বা অন্য কোন ধর্মে বিশ্বাস কারি।
শেষ কথা হচ্ছে বাংলাদেশের সব নাস্তিকদের প্রমোট করে যাচ্ছে বর্তমান সরকার। বিশ্বাস হচ্ছে না? এক বার চিন্তা করেন শেখ হাসিনার দেশে কেউ কি কোন দিন পারবে এই ভাবে শাহ্বাগে আন্দলন করে যেতে? আশা করি উত্তর পেয়ে যাবে।
বিষয়: রাজনীতি
১১৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওরাই বানায়, ওরাই মারে, ওরাই ধরে, ওরাই করে বিচার। (Killing is a sin, but Killing at the right time is called Politics.)
মন্তব্য করতে লগইন করুন