পথ ঢেকে দিয়ে
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২০ জুলাই, ২০১৫, ০২:১৮:৫৯ দুপুর
পথ ঢেকে দিয়ে যদি
আঁধার আসে কভূ,
করুণাভরে আমায় তুমি
পথ দেখিয়ো প্রভু।
পাপের নোনা সাগর ছেড়ে,
আসি যেন নীরে ফিরে।
দ্বিধার করাল গ্রাসে যদি
কাঁপে আমার বুক,
সেই নিশীথে হই না যেন
পাষান বধির-মুক।
মনে যদি ডাক দিয়ে যায়
কালো উতল হাওয়া,
সেই প্রলয়ে হয় যেনগো
তোমার রহম পাওয়া।
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন