পথ ঢেকে দিয়ে

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২০ জুলাই, ২০১৫, ০২:১৮:৫৯ দুপুর

পথ ঢেকে দিয়ে যদি

আঁধার আসে কভূ,

করুণাভরে আমায় তুমি

পথ দেখিয়ো প্রভু।

পাপের নোনা সাগর ছেড়ে,

আসি যেন নীরে ফিরে।

দ্বিধার করাল গ্রাসে যদি

কাঁপে আমার বুক,

সেই নিশীথে হই না যেন

পাষান বধির-মুক।

মনে যদি ডাক দিয়ে যায়

কালো উতল হাওয়া,

সেই প্রলয়ে হয় যেনগো

তোমার রহম পাওয়া।

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330834
২০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
শেখের পোলা লিখেছেন : আমিন৷ সুন্দর হয়েছে৷
২১ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
273192
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
330908
২১ জুলাই ২০১৫ রাত ০২:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শব্দ অনেক কম ব্লগে আরো একটু বেশ শব্দ যোগ করে লিখতে পারলে ভালো হয়।। ধন্যবাদ।
২১ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
273193
তরিকুল হাসান লিখেছেন : সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File