চাদের সাবেক শাসকের বিচার শুরু হয়েছে। বাংলাদেশের রক্ষী বাহিনীর বিচার কবে ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২০ জুলাই, ২০১৫, ০২:৫৭:১৫ দুপুর
১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে রক্ষী বাহিনী প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল। তার বিচারের দাবি করা হয়না কেন ?
রাজনৈতিক হত্যায় আফ্রিকার চাদের সাবেক শাসকের বিচার শুরু হয়েছে।
আজ সোমবার তার বিচার শুরু হচ্ছে।
সাবেক শাসক হিসেন হাবরে ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চাদের শাসক ছিলেন। সেনেগালের আদালতে তার বিচার হবে। আফ্রিকান ইউনিয়ন এই বিচারে সম্মতি দিয়েছে।
গত ২২ বছর ধরে সেনেগালে নির্বাসিত ছিলেন হিসেন হাবরে। চলতি মাসের প্রথম দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিচার পরিচালনা করবেন সেনেগাল ও আফ্রিকার বিচারপতিরা। এতে শত শত লোক সাক্ষী দিবেন বলে আশা করা হচ্ছে।
১৯৯২ সালে প্রকাশিত চাদের ১০ সদস্য বিশিষ্ট ট্রুথ কমিশনের হিসেবে, হাবরের সরকার প্রায় ৪০,০০০ লোকের হত্যার জন্য দায়ী। এসব মৃত্যুর জন্য চাদের পুলিশ বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে দায়ী করেছে কমিশন।
এ ধরনের নৃশংস নির্যাতন অতীতে আওয়ামী বাকশালী সরকারের রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতনের কথাই জাতিকে স্মরণ করিয়ে দেয়।
১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত রক্ষী বাহিনী দিয়ে গণ হত্যা সম্পদ লুণ্ঠনের অনিবার্য পরিনিতিতে দুর্ভিক্ষ একদলীয় বাকশাল গঠন এসবই দু:সহ অতীত হিসেবে আমাদের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে।
হাবরের বিচার নিয়ে ১৯৯৯ সাল থেকে সোচ্চার ছিল হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি তার বিচারকে স্বাগত জানিয়েছে।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতনের ও সিরজা শিকদার সহ সকল হত্যা কাণ্ডের ও সকল নির্যাতনের বিচার হোক।
আগামীতে আর মাফ পাবে না ইনশাআললাহ
মন্তব্য করতে লগইন করুন