ব্যক্তিগত জীবনে ধর্মপালন না করলেও আড়ালে-আবডালে ধর্মের ধ্বজা ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রয়াসী স্বাধীনতা বিরোধীরা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ জুলাই, ২০১৫, ০৩:০০:৪২ দুপুর

বাংলাদেশে আরো অনেক ভালো কিছুই হতে পারত। পারেনি- কারণ একটি শক্তি দেশের মূল চেতনা, মুক্তিযুদ্ধের অর্জনকে খাটো করতে সচেষ্ট ছিল। এরা এখনো আছে। তারা চায়, একাত্তরের পরাজয়ের বদলা নিতে। তারা চায়, বাংলাদেশে অবস্থান করে সেই পাক তমদ্দুন বাঁচিয়ে রাখতে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেদিন এই পাক তমদ্দুনপন্থীদের আমরা মাঠে দেখিনি। কেন দেখিনি? তারা ঐ ঘাতক-দালাল-রাজাকারদের দোসর বলেই এদের বিচার চায়নি। আচ্ছা, একজন খুনি-বুদ্ধিজীবী হত্যার পালের গোদার বিচার তারা চাইবে না কেন? কোন মুখে এরাই আবার বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে নিয়ে তাদের যত গা-জ্বালা। কারণ তারা একাত্তরে পরাজিত হয়েছিল। বাংলার মানুষ তাদের হারিয়ে দিয়েছিল। সেই বেদনা তারা এখনো ভোলেনি। তাই মুক্তিযুদ্ধের চেতনার কথা এলেই তারা নানা মিথ্যার বেসাতি ছড়ায়। নানাভাবে বলতে চায়, পাকিস্তানের অখণ্ডতাই ছিল শান্তির আবাসস্থল। কী সাংঘাতিক কথাবার্তা! এরা ইতিহাস বিকৃত করার জন্য নানা মিথ্যা, উদ্দেশ্যমূলক, বানোয়াট তথ্য ও অনুমান হাজির করে। বাস্তবতাকে অস্বীকার করতে চায়। শহীদদের পবিত্র রক্তের সঙ্গে বেইমানি করার ধৃষ্টতা দেখায়। খুব কৌশলে নানা কথা বলে। এসব রাজাকারের সৌভাগ্য, তারা এখনো বাংলার মাটিতে অবস্থান করে মিথ্যা অপপ্রচার করতে পারছে। এ দেশে কোনো রাজাকার নেই বলে বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে! বাংলাদেশে মধ্যপন্থীদের প্রধান এবং শেষ আশ্রয়স্থল হচ্ছে ডানপন্থী মৌলবাদীরা। কিছু বুদ্ধিজীবী আছেন, যারা ‘মানবতা’, ‘আধ্যাত্মিকতা’ এবং ‘বিবর্তন’-এর লেবাস পরে মূলত ডানপন্থী মৌলবাদীর পক্ষে কাজ করে যান। তারা ব্যক্তিগত জীবনে ধর্মপালন না করলেও আড়ালে-আবডালে ধর্মের ধ্বজা ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রয়াসী হন। এসব ‘আধুনিক চিন্তার’ ঝাণ্ডাধারীরা প্রকৃতপক্ষে বাংলাদেশে রাজাকার-আলবদরদের ইচ্ছাকেই বাঁচিয়ে রাখতে নানাভাবে মাঠে কাজ করে যাচ্ছে। যারা একাত্তরে পরাজিত হয়েছিল তারা এখন প্রতিশোধ নিতে চাইছে অন্যভাবে। তারা এখন মাঠে নেমেছে বুদ্ধির বলিহারি নিয়ে। এরা কতটা উঠে আসছে আজকের মিডিয়ায়? সম্ভাবনার বাংলাদেশের যে ছবি- তা কতটা লিপিবদ্ধ করে রাখছেন আমাদের সংবাদকর্মীরা? আমরা জানি, দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে একটি শ্রেণী।

বিষয়: বিবিধ

৯৮৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330807
২০ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩৪
বার্তা কেন্দ্র লিখেছেন : আওয়ামী নাস্তিকরাই ধর্ম ব্যবসায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ???




330821
২০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মুক্তিযুদ্ধের চেতনা যদি হয়,

- পাকিস্তানিদের হঠিয়ে ভারতীয়দের দাসত্ব স্বীকারের নাম যদি হয় চেতনা, তাহলে আমার কোন আপত্তি নাই।
- ভারতীয় শঠতা, ভারতীয় ধূর্ততা ও ভারতীয় ঠগবাজদের হাতে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার নাম যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে আমার কোন আপত্তি নাই।
- ৯০ শতাংশ মুসলমানের দেশে ৯০ শতাংশ মুসলিম ওসি না হয়ে ৯০ শতাংশ হিন্দু হবার নাম যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা তাহলে আমাদের আপত্তি নাই।
- মসজিদ মাদ্রাসায় হিন্দু অফিসারদের বুট জোতা দিয়ে মাদ্রাসা ছাত্র পিটিয়ে নির্বাচনের সময় মাথায় পট্ট্রি হাতে তাসবিহ রাখার নাম যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে আমাদের আপত্তি নাই।
- পাকিস্তানী বর্বর হায়েনাদের হাত থেকে নারীদের রক্ষা করে দেশীয় ও দলীয় গুন্ডাদের নারী ধর্ষনের সেন্সুরী করতে দেবার নাম যদি হয় মুক্তিযুদ্ধে চেতনা, তাহলে আপত্তি থাকার কথা নয়।
- কপালে সিদুর, হাতে শাখা, মুখে লুলুধ্বনি, ঘরে ঘরে ভারতিয় ছবি, পেচা-হুনমানের প্রতিকৃতি, রাস্তার মোড়ে মুর্তি, দেশের ভারতীয় হিংসুক হিন্দুদের চাকরীর বাজার, দেশের ব্যবসা-বাণিজ্য সব দাদাদের জন্য উৎসর্গ করার নাম যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে সমস্যা নাই।

- দেশে এখন মুক্তিযুদ্ধের চেতনাধারীরা ও ক্ষমতায় আছে, তাতে দুঃচিন্তা করার কোন কারন তো নাই।
330822
২০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
ইসলামী দুনিয়া লিখেছেন : রাতের আধারে ভয় পেলে , যেমন গান শুরু করা হয়। ঠিক তদ্রুপ আপনাদের গান চলছে।
330842
২০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
সঠিক ইসলাম লিখেছেন : বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের নিকট হস্তান্তর
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/47759#.Vaz7gJuJfIV

ভয়ঙ্কর তথ্য!! প্রশাসনে হিন্দুদের আধিক্য এবঙ তালিকা!! http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/34950#.Vaz70JuJfIV

আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে হিন্দুস্থানে পরিনত করার কার্যক্রম সম্পন্ন করেছেন।-http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/7200/mesaiful/33457#.Vaz785uJfIV

পরাধীনতার পথে সোনার বাংলাদেশ: গোয়েন্দাবাহিনী ও বিচারক পদে গণহারে হিন্দু নিয়োগের তালিকা http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/31566#.Vaz8GZuJfIV

আওয়ামী ডিজিটাল-মুর্তাদ সরকারের কুফরীর তালিকা - http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/28625#.Vaz8PpuJfIV

330921
২১ জুলাই ২০১৫ রাত ০৩:২১
রক্তলাল লিখেছেন : ঈগলের চোখে, তোর সাথে কেউ একমত না।

তারপরও ছাগলের এই ম্যা ম্যা তোর বন্ধ হয়না।

আমি নিশ্চিত তোর মত হীনমন্য অন্য নামে (তোর নিজের মুল নাম) লিখিস।

৫% এর সরকার আর নির্বাচন। বিশ্ববেহায়ার দল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File