ঠাডা (বজ্রপাত) (ছোটগল্প)
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১০ মে, ২০১৪, ০৯:১৯:৪২ সকাল
বাসে মেয়েদের পাশে সিটে বসা বেশ অস্বস্তিকর। ফ্রিজে ঢুকানো পুরনো শসার মত চুপসে বসে থাকতে হয়। ইচ্ছে হলেই টুপ করে ঘুমিয়েও পরা যায় না। মাঝে মাঝেই সাগরকে এমন ঝামেলায় পড়তে হয় । আজও এমন হল। বাসে উঠেই মেজাজ খারাপ হয়ে গেল তার। এক মেয়ে বসে আছে তার পাশের সিটে। তাকে দেখেই মেয়েটা হাসি হাসি মুখ করে প্রশ্ন করলো
'কোথায় যাবেন ভাইয়া ?'
'অপরিচিত মেয়েদের সাথে কথা বলা ঠিক নয়' তার দাদু প্রায়ই বলে।একটু ইতস্তত করে সে বলল
'. . বগুড়া'
'আমিওতো বগুড়া যাব!'
'ও আচ্ছা'
'আপনার বাসা কি ঢাকায়?'
'না, এখানেই'
'এখানে কোথায়? '
'জৈনা বাজার'
'আরে জৈনা বাজার তো আমার নানার বাড়ি'
'ও আচ্ছা!'
'ভাইয়া, বাসে আমার বমি বমি লাগে! আমি কি জানালার পাশে বসতে পারি?'
সাগরের মন খারাপ হয়ে গেল। জানালার পাশের সিট ছেড়ে দিতে একটুও ভাল্লাগছে না! কিন্তু কি আর করা. .
'আচ্ছা ভাইয়া, আমাদের বগুড়া যেতে কতক্ষন লাগতে পারে?'
'ভাইয়া আপনি বগুড়া কেন যাচ্ছেন?'
'আপনি তো বেশ হ্যান্ডসাম!'
'আপনি অনেক গুছিয়ে কথা বলেন তো!'
. . .
সময়ের সাথে পাল্লা দিয়ে ওদের গল্প বাড়তে লাগল। যথা সময়ে ওদের সংগে তৃতীয় আরেকজন যুক্ত হল। যার নাম ইবলিশ। যে আল্লাহকে বলেছিলঃ "আপনি আমাকে যেমন
উদভ্রান্ত করেছেন, আমিও অবশ্য
তাদের জন্যে আপনার সরল
পথে বসে থাকবো। এরপর তাদের
কাছে আসব তাদের সামনের দিক
থেকে, পেছন দিক থেকে, ডান দিক
থেকে এবং বাম দিক থেকে।
আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ
পাবেন না।" [সূরা আল-আ'রাফঃ ১৬-১৭]
ওরা 'আপনি' থেকে নেমে এল 'তুমি'তে।
***
'আমার মাথাটা একটু ধরেছে' সাগর বলল। 'আমার কাছে ওষুধ আছে'
'ওষুধ খেতে ইচ্ছে করছে না।'
'উহ, খাব না বললেই হল!'
ব্যাগ থেকে কি একটা ক্যাপসুল বের করল মেয়েটা। পানি দিয়ে খাইয়ে দিল যত্ন করে। মুগ্ধ হয়ে গেল সাগর। মেয়েটা কত কেয়ারিং। বুকের একপাশে চিনচিন করে 'বেজে উঠল সুখের মত ব্যাথা'। একটা মধুর আবেশে কেমন ঘোরের মত লাগল সব কিছু। মেয়েটা একটা টিফিন ক্যারিয়ার থেকে কিছু খাবার বের করল। আপনজনের মত খাইয়ে দিল ওকে। আহা ,মেয়েটা এত ভাল কেন? এমন একটা মেয়ে যদি . . আর ভাবা গেল না, আস্তে আস্তে চোখ জুড়ে নেমে এল গভীর ঘুম! আধাঁরের দেশে শুরু হল নিরন্তর পথ চলা. .
***
'এই ভাই উঠেন! উঠেন!'
'অ্যা?'
'নামেন! তাড়াতাড়ি নামেন!'
'বগুড়ায় কি চলে আসছি?'
'বগুড়া? না, এইডা রংপুর! বগুড়া ত বহুত আগেই পার হইয়্যা আসছি!'
'আমার ব্যাগ কই?'
'ব্যাগ? '
'মানিব্যাগটাও তো নাই দেখছি? '
'ধুর মিয়া! এমনে ঘুমাইলে তো আপনেরেও কবে নিয়া যাইব! নামেন ত!'
'অ্যা ! মোবাইলওতো নাই ! আশ্চর্য! আমার সংগের মেয়েটা গেল কই? '
'আপনেরে দেইখাত বেকুব মনে হয় না, কিন্তু কাজ-কারবারগুলা সব বেকুবের মতই করছেন ! ভদ্দরলোক! সুন্দরী মাইয়া দেখলে আর হুশ থাহেনা? এহন ঠেলা বুঝেন!'
-------
আমার লেখা আরো কিছু ছোটগল্প-
ডাক দিয়ে যাই . .
তৃতীয় পক্ষ !
রুপালী তাঁরা !
বিষয়: বিবিধ
১৭১৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে "ঠাডা" গল্পের সাথে নামের কেমন যেন..
স্ট্রেঞ্জ এখনও আমি(!!!)
ভদ্রলোক বেশ এক্সপ্রিয়েন্সড ছিলেন তাই ধরতে পেরেছিলেন।
হয়েছে Fantastic
সুন্দর একটি ম্যাসেজ আছে গল্পে ।
ভালও হয়েছে বটে ।
শুভেচ্ছা ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন