এমন কেনো এই নিয়মটা ?

লিখেছেন লিখেছেন তীর্যক তূর্য ১০ মে, ২০১৪, ০৯:৩৬:০২ সকাল

...অতঃপর একটি চিরন্তন সত্য যে আমরা বাঙালী।ঠিক জানিনা এটা আশীর্বাদ নাকি অভিশাপ।কারন, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনা বক্তব্যে বলেন,'এটা করব।এটা হবে' । কখনও জোর দিয়ে বলেন না- 'যে এটা করা হইছে' (!)

আর প্রবীন রাজনৈতিক দল হয়েও বি.এন.পি কোনো ভূমিকাই পালন করছেনা।তাদের তো বক্তব্যই এটা যে- 'সরকার ব্যার্থ হয়ে গেছে।এদের পতনের জন্য আন্দোলন করা হবে।' (!)

দেশের কথা কে ভাবছে ! কার কাছে সময় আছে এই অভাগা দেশকে ভিনদেশী শক্তি থেকে মুক্তি দেওয়ার ? শেখ হাসিন, খালেদা জিয়া, ইনারা তো ক্ষমতার জন্য লড়তেছেন (!)

সেলুকাস ! বড়ই বিচিত্র এ দেশ।এখানে তোমার কাজ একটাই... তা হলো, একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত চোখে প্রকৃতি দেখা (!)

বিষয়: রাজনীতি

৯২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219808
১০ মে ২০১৪ দুপুর ০১:৩০
শিশির ভেজা ভোর লিখেছেন : সেলুকাস ! বড়ই বিচিত্র এ দেশ।এখানে তোমার কাজ একটাই... তা হলো, একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত চোখে প্রকৃতি দেখা

চরম সত্য কথাই বলেছেন। এর থেকে আর কিইবা করার আছে আমাদের।
223002
১৮ মে ২০১৪ দুপুর ০২:৫৪
তীর্যক তূর্য লিখেছেন : দুঃখ একটাই।কখন এ নিয়ম পরিবর্তন হবে তা আমি জানিনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File