মাঝে মাঝে ....
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৪ মে, ২০১৩, ১০:৩৩:৫৬ সকাল
আমি মাঝে মাঝে কাগজের নৌকো করে অথই সাগরে ভাসব ,
উতল হাওয়া ডাক দিলে আনমনে
ধানক্ষেতের আল দিয়ে একা একা অচেনা গান গাইব ;
বাদলের দিনে মাঝে মাঝে নিরবে কদম ফুলগুলো দেখবো ,
মাঠের ব্যাঙ ডাক দিলে নিশিতে
শ্রাবন ধারায় আমি ভিজব ;
শরতে আকাশে শাদা মেঘের নাচ দেখে মাঝে মাঝে থমকে দাড়াব,
দোল খেয়ে বাতাসে দোয়েল হাতছানি দিলে
একা একা হাতখানি নাড়ব ;
জলভরা খালে মাঝে মাঝে ছিপ নিয়ে আমি বসব ,
ঢেউ খেলা পানিতে পদ্ম হাসলে
জলে নেবে তার কাছে যাব ।
///////////////////////////
আমার আরো কিছু কবিতা _
আমার অনুকাব্য সমুহ -1
আমার অনুকাব্য সমুহ -2
একদিন !
মলিন প্রভাত (হযরত উসমান রাঃ এর শাহাদাত স্মরণে )
প্রথম বৃষ্টি !
ভুলে যেওনা !
ভালোবাসার যবনিকা (সনেট)
উত্তরন
এ ভোর কেন এলো ?
থামবে কি ?
বিষয়: সাহিত্য
১৮৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন