দৈনিক আমার দেশ পত্রিকা কে বাচাতে বিকাশ করুন।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৪ মে, ২০১৩, ০৯:৩৭:২৮ সকাল

স্রোতের বিপরীতে গিয়ে নিপিড়িত গণ মানুষের কথা লিখে চলছে আমার দেশ। বাকশাল সরকারের সিমাহীন দুর্নীতি অনিয়ম, রাষ্ট্রিয় সন্ত্রাসের বিরুদ্ধে চলছে এক অসম যুদ্ধ। সবগুলো মিডিয়া যখন চোখে কালো কাপড় বেধে, মুখে টেপ লাগিয়ে সরকারের দাশত্ব করছে তখন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিলেন।
মাহমুদুর রহমান এখন জেলে, আমার দেশের প্রেসে অবৈর্ধ তালা। এই অবস্থায় আমার দেশ পত্রিকাটি শুধু মাত্র অনলাইনে আছে।
যেখানে আমরা ফ্রি পড়তে পারছি।
কিন্তু এতে আমার দেশে কাজ করা সাংবাদিকসহ সকল ভাইদের জীবন বিপন্ন।
আমার দেশে কাজ করা ন্যায়ের যুদ্ধের সৈনিক ভাইদের জন্য আসুন সাধ্য মত বিকাশ করি।
বাকশাল সরকারকে বুঝিয়ে দেই আমরা মরে যাইনি। মাহমুদ ভাইকে আটকে রাখলেই ন্যায়ের যুদ্ধ বন্ধ হয়ে যাবেনা।
পাচাটা হলুদ মিডিয়াদেরও বুঝিয়ে দেই সত্য লিখলে হারিয়ে যায়না কেউ, বরং পাঠকের ভালোবাসায় আরো বৃহৎ আকারে ফিরে আসে।
প্রবাসি ভাইদের কাছে অনুরোধ আপনারও এগিয়ে আসুন।
ফেসবুক ও ব্লগে আমার সকল বন্ধদেরও অনুরোধ প্লিজ পোষ্টটি শেয়ার করে সবাইকে জানান।
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন