জলের তোড়ে .....

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১৯ মে, ২০১৩, ১০:৪৮:৪৪ রাত

পুকুরে গোসল করিনা প্রায় ৬/৭ বছর হবে । গতবছর কক্সবাজারে লাস্ট সাঁতার কেটেছিলাম বোধহয় । এরপর কেটে গেছে অনেক সময় । মনটা আনচান করছিল । অবশেষে হোস্টেলের পেছনে আবিষ্কার করলাম এক বিশাল পুকুর । এতদিন কেন যে এটা চোখে পড়ল না বুঝতে পারছি না । হোস্টেলে পুকুর আবিষ্কারের কথা যথা-সম্ভব গোপন রাখা সত্বেও কাপড় চোপড় নিয়ে বের হওয়ার সময় দেখি ২৮ জনের বিশাল ব্যাটালিয়ন রেডি । সঙ্গে নেওয়া হলো ফুটবল । আর সঙ্গী হলো আশে পাশের এলাকার পিচ্চি বাহিনী । সব পুলাপাইনের দিকে নজর কইরা দেখি আমিই কিঞ্চিত সিনিয়র তয় বদের দলের টলটলা পানি দেইক্ষা আমার দিকে সামান্যতম নজর না কইরা পানিতে যে যে অবস্থায় ছিল দিল লাফ । আর কিছু না বলে আমিও দিলাম লাফ । হই হই করতে লাগলাম বাচ্চাদের মত । আশেপাশের লোকজন সার্কাস দেখতে লাগল ।ফুটবলকে হাতবল বানিয়ে চলল ধুমসে খেলা । ডুবদিয়ে একজন আরেকজনের পা টেনে ভয় দেখাতে লাগলাম ।কেউ কেউ মাছ ধরার ব্যার্থ প্রচেষ্টা চালাতে লাগল । আমি আর এই ব্লগের একজন জনপ্রিয় ব্লগারের সঙ্গে সাঁতার প্রতিযোগিতা শুরু করলাম । ইয়ে মানে যা হয় আরকি , আমিই জিতলাম । এই ভরা মজলিশে উনার নাম ফাস করলাম না । আর হ্যা খুব অল্প কয়েকজনই সাবান আর শ্যাম্পু নিয়ে গেছিল । সেই অল্প কয়েকজনের আমি একজন । আমার নতুন সাবান আর শ্যাম্পু গন সম্পত্বিতে পরিনত হল । পুকুরে সাঁতার প্রশিক্ষন কর্মসুচির প্রথম ক্লাস নিয়ে নিলাম । যাই হোক যে আনন্দ পেলাম তাকে এককথায় বলতে গেলে ব্যাপকস ।

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File