অপেক্ষা !
লিখেছেন লিখেছেন ইনসেপশন ১৯ মে, ২০১৩, ০৯:২২:৪৩ রাত
ঝির ঝির করে বইছে মাতাল হাওয়া ,
শুকনো আমের ডাল ভেঙ্গে পড়ছে ,
নিশি প্রহর হয়ে যাচ্ছে এলোমেলো ,
বাধ ভেঙ্গেছে উথাল পাথাল জোছনা ;
নিমেষেই অপরূপ প্রকৃতি করে নিচ্ছে আরো বেশি আপন ,
কদমের নতুন পল্লব করছে আবেশিত ,
ক্লান্ত পেচা থামিয়ে দিয়েছে গান ,
অগভীর জলায় গাই দিচ্ছে মাছের পাল ,
টিম টিম করে দুরে জ্বলছে মাটির পিদিম ,
নেভা সেই সুরুজ করছে অপেক্ষা ।
বিষয়: সাহিত্য
৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন