বুক রিভিউঃ ইসলামে হালাল-হারামের বিধান (আল্লামা ইউসুফ আল কারযাভী )
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ০২ মে, ২০১৩, ০৩:৩৭:৫৬ দুপুর
আল্লামা ইউসুফ আল কারযাভী বর্তমান শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ ফিকহবীদ। তার জ্ঞানের পরিসর ও বিশ্লেষনী দক্ষতা অনন্য । তার অসংখ্য জ্ঞানগর্ভ পুস্তকের মধ্যে আরবীতে রচিত 'আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম ' গ্রন্থের সহজবোধ্য ও প্রাঞ্জল অনুবাদ করেছেন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দীন ও সুসাহিত্যিক মাওলানা মুহাম্মাদ আবদুর রহিম । বইটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং খাইরুন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে । চারটি অধ্যায়ে বইটি তে মানুষের জীবনে প্রয়োজনীয় হালাল হারামের বিষয়ে গ্রন্থকারের দৃষ্টিভঙ্গী বর্নিত হয়েছে ।নিচে অধ্যায়ভিত্তিক আলোচ্য বিষয় দেয়া হলো -
১/ প্রথম অধ্যায়ঃ সংগায়ন ও মৌলিক দৃষ্টি ভঙ্গী
২/ মুসলিমের ব্যক্তিগত জীবনে হালাল -হারাম ।
৩/ স্বাভাবিক কামনা চরিতার্থ করার ক্ষেত্রসীমা ।
৪/ আকীদা - বিশ্বাস ও ধর্মীয় অন্ধ অনুসরন ।
গ্রন্থটির শুরুতে একটি নাতীদীর্ঘ ভুমিকা এবং শেষে একটি প্রয়োজনীয় উপসংহার সংযোজিত হয়েছে ।
গ্রন্থটির প্রথম অধ্যায়ে মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন এবং হাদীসের মাধ্যমে হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গী প্রকাশ করেছেন ।
পরবর্তি অধ্যায়গুলোতে মীরাস বন্টনের মত আবশ্যিক বিষয় থেকে হস্ত-মৈথুনের মত সংবেদনশীল বিষয় পর্যন্ত প্রাত্যহিক জীবনের প্রায় প্রতিটি বিষয়ই আলোকপাত করা হয়েছে । মাওলানা আবদুর রহীমের সুললিত অনুবাদে বইটি হয়ে উঠেছে সুখপাঠ্য । আমাদের প্রতিদিনের চলার পথে বইটি হতে পারে নৈতিক সঙ্গী । তাই চলুন আজই বইটি সংগ্রহ করি । ভালো থাকবেন সবাই । আল্লাহ হাফেজ ।
বইঃ ইসলামে হালাল -হারামের বিধান
লেখকঃ আল্লামা ইউসুফ আল কারযাভী
অনুবাদকঃ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
প্রথম প্রকাশঃ ১৯৮৪
প্রকাশনায়ঃ খাইরুন প্রকাশনী
মুল্যঃ২০০ টাকা
বিষয়: বিবিধ
৩১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন