Good Luck ইচ্ছে করে মাটি হই

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ২৮ এপ্রিল, ২০১৩, ১১:৪৭:৩৩ রাত



১।

বড় ইচ্ছে করে মাটি হই

নিশ্চিন্ত মনে অকুন্ঠিত চিত্তে

সন্ধ্যারাগিনীর পরে শান্ত সুখের ঘুম!

ইচ্ছে করে শবের মত হই স্বত্বহীন একা,

পৃথিবীর মতিচ্ছন্ন চাদরের বহুদূরে

মায়াবতী মেঘের আদরে শীতল পাটির পরশ মাখানো

নিস্তব্ধ ছোট্ট একলা আধারী ঘর!

মাঝে মাঝে বড় বেমানান লাগে

অস্থাবর ধূলির দুনিয়ায় স্থবির দীর্ঘ নাভিশ্বাস!

জীবনের জটিল অংকগুলোও ঠিক বুঝে আসে না

বুঝে আসে না কত পোড়ালে কয়লা হয় হিরক খন্ড

শুধু বুঝি কিছু কিছু নুড়ি পুড়ে পুড়ে নিঃশেষে হয়

অংগার ভস্মীভূত ছাই!

২।

বড় ইচ্ছে করে বেডের কুসনের

লালচে লালে মিশে যাক অধরা

আমি মুখ লুকিয়ে পড়ে রবো যতই আসুক জরা-

মনময়ূরী নাচে আর নাই বা নাচুক প্রাণ

বদ্ধ দুয়ারের খিল কপাটে চেপে যাক প্রলয়ের গান!

এখানে নষ্ট দুনিয়ার জুয়ার আসরে

ক্ষনে ক্ষণে হয় বিবেকের পরাজয়!

তাই যুদ্ধের দামামা আর ভালো লাগে না,

ভালো লাগে না ঝড়ের ঝাপ্টা!

জীবনের রঙ্গমঞ্চে মনঃস্থ অকোবিদ অভিনেতা আমি

এক পরাজিত সৈনিক!

বিষয়: সাহিত্য

১৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File