জীবনের মুল্য !
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:২০:২৬ সন্ধ্যা
আপনার সবচেয়ে প্রিয়জনের মুখটি ভাবুন । হয়তো আপনার চোখে আপনার পরম মমতাময়ী মায়ের ছবি ভাসছে । হয়তো মনে পড়ছে বাবার শাসন থেকে তিনি কিভাবে আগলে রেখেছিলেন আপনাকে । হয়তো আপনার সামান্য অসুস্থতায় তার সীমাহীন দুশ্চিন্তাগ্রস্থ সেই করুণ চাহনি গেথে আছে আপনার বুকের সেই গভীরে যেখানে নেই অন্য কারো প্রবেশাধিকার ।
অথবা আপনার ছোট্ট সন্তানটির কথা হয়তো আপনি ভাবছেন । তার ফোকলা দাতের সেই হাসি আর ভাঙ্গা ভাঙ্গা কথার নুপুর হয়তো আপনার কানে বেজে উঠবে ।
একবার শুধু ভাবুন আপনার সেই মমতাময়ী মা কিংবা আদরের সন্তান কে যদি আর কোনদিন না দেখতে পান । যদি তাদের মুখ গুলো পাথরের মত নিশ্চল হয়ে যায় আর কেও যদি কানের কাছে এসে ফিসফিস করে বলে " শেষ বারের মত দেখে নাও ; আর পাবে না ! ' সাড়ে তিনহাত ছোট একটি কুঠুরিতে তাকে শুইয়ে এসে নিজে আলিশান বাড়িতে ঘুমানোর অনুভুতিটি একবার নিয়ে আসুন কল্পনায় । তার কবরে দেয়ার জন্য তিন মুঠি মাটি তুলে নেয়ার কথা ভাবার দুঃসাহস একবার করে দেখুন ।
আমার মনে হয় এবার আপনি বুঝতে পারবেন ; জীবন কাকে বলে ? রক্তের দামই বা কত ?
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন