প্রয়োজনীয় রক্ত এবং শাহবাগী তরুণরা

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ২৪ এপ্রিল, ২০১৩, ০৬:১২:৫২ সন্ধ্যা

আমরা অত্যন্ত দুঃখিত যে, আজ সকালে ঢাকার অদূরে সাভারে ”রানা প্লাজা” ধ্বসে পড়ায় বহু সংখ্যক (এখন পর্যন্ত ১১৫ জন, উদ্ধার কাজ চলছে, ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে) মানুষ নিহত হয়েছেন। সমবেদনা জানানোর ভাষা পাচ্ছি না। আমরা অবশ্য এরই মধ্যে আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম আরম্ভ করেছি এবং এ পর্যন্ত প্রায় বিশ জনেরও বেশি রক্তদাতা রক্ত দান সম্পন্ন করেছেন। আজ ও কাল দুদিন আমাদের এ কর্মসূচি চলবে।

প্রচুর রক্তের প্রয়োজন। এমতাবস্থায় ডাঃ ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন শাহবাগে জড়ো হওয়া লাখো তরুণরা নিরব কেন ? ডাক্তার সাহেবের তো এখানে অনেক ভূমিকা পালন করার আছে বলে মনে করি। সারা বাংলায় নিরবতা পালন করালেন, পতাকা উড়ালেন, মোমবাতি জ্বালালেন এখন কিছু রক্ত দেন না !

আপনাদের তো তরুণদের ঢল আছে ! শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ লাইভ প্রচার করা আমাদের অতি উৎসাহী টিভি মিডিয়াগুলোরও উচিত সেই তরুণদের কাছে এখন রক্তের আহ্বান জানানো।

বিষয়: বিবিধ

১৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File