হায় হাসিনা! হায় খালেদা!!

লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ২৮ জুন, ২০১৩, ১২:২৬:২৪ রাত



সবাই বলেন দেশ দুইভাগে বিভক্ত। কেউ বলেন, জাতির মধ্যে ডান আর বাম দুইভাগ। কেউ বলেন, স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ ভাগ। কেউ বলেন, দেশপ্রেমিক আর দেশবিরোধী ভাগ। আবার কেউ বলেন, আস্তিক আর নাস্তিক দুইভাগে গোটা জাতি বিভক্ত। সবকিছুর ব্যাপারেই একাধিক মত থাকলেও এক জায়গায় সবাই একমত যে, দেশের মানুষ কোন না কোন ভাবে আওয়ামীলীগ আর বিএনপিতে বিভক্ত। সেই যুক্তিকে সমর্থন করেও যদি বলতে হয় তাহলে নিশ্চিত করে বলা যায় আপাততঃ দেশের বাপ-মা বলতে বিএনপির প্রধান খালেদা জিয়া আর আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা। দুজনেই একাধিকবার প্রধানমন্ত্রী হয়েছেন। ক্ষমতার অন্তর্নিহিত স্বাদ পেয়েছেন। অন্যায় অপকর্মের সাজাও কমবেশি পেয়েছেন। যে যাই বলুক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে দুই নেত্রীকে সমর্থন করতেই হয়। কিন্তু তারা দুজন কখনোই দেশের স্বার্থে একমত হতে পারেন না বা একমত হন না। তবে, যাদের নিয়ে গোটা জাতি বিভক্ত তারা একজায়গায় দুজনেই একমত! ক্ষমতায় যেতে চোখ বুঁজে যাকে ইচ্ছে আঁচল তলে টেনে নেন। এক সময় দুই নেত্রী যেই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন করলেন সেই স্বৈরাচারকে আপন করে পেতে মরিয়া হয়ে উঠেছেন দুই নেত্রী। শেখ হাসিনা গত ৫ বছর লালন-পালন করলেন। সরকারের শেষ সময়ে এসে এরশাদ যখন বেয়াড়া হওয়ার চেষ্টা করছেন তখন আবারও ছোট বাচ্চার মত ফিডার চূষানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। তার বিশ্বাস এরশাদ সাথে থাকলে আগামী নির্বাচনেও জয়ী হওয়া সম্ভব। আবার খালেদা জিয়াও নাকি ক্ষমতায় যাওয়ার মহাসড়ক কাদামুক্ত করতে এরশাদকে জোটে টানার চেষ্টা করছেন। সম্প্রতি সিঙ্গাপুরে নাকি দু’জনের মধ্যে গোপনে কিছু একটা হয়েছে এমন গুজব চারিদিকে শোনা যাচ্ছে। একজন স্বীকৃত স্বৈরাচারকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে ঘাম ঝরানো দুই নেত্রী যখন টানাটানি করেন তখন নিজেদের দেওলিয়াপনা বুঝতে কারো বাঁকি থাকেনা। শেখ হাসিনা এবং খালেদা জিয়া রাজনীতির ময়দানে দু’জনই যে দেওলিয়া হয়ে গেছেন এটা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। নীতিহীন রাজনীতির এই নোংরা খেলা দেখে দুই নেত্রীর জন্য, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আপসোস করা ছাড়া আমাদের মত অতিসাধারন মানুষের কী-বা করার আছে?

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File