বিভিন্ন দেশের ছাত্রদের নিয়ে কিছুক্ষন
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৮ জুন, ২০১৩, ১২:২৩:৩৮ রাত
আমার ইরানে আসা প্রায় পাঁচ মাস । আমাদের ডরমেটরিতে প্রায় ২০ টি দেশের ছাত্রদের অবস্থান। চলুন বিভিন্ন দেশের ছাত্রদের নিয়ে কিছুটা জেনে আসি ঃঃঃ
১, বাংলাদেশঃ
সকল দেশের ছাত্রদের সাথে মিশতে পারে। ইন্টারনেটের প্রতি আসক্তি কিছুটা বেশি।
২, ইরানঃ
যে কোন কিছুতে আন্তরিকতার অভাব নেই। ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আগ্রনী ভুমিকা পালন করে।
৩, ভারতঃ সহযোগিতা ভাবাপন্ন।
৪, পাকিস্তানঃ বলার কিছু নেই।
৫, ইয়ামেনঃ
চেহারা কিছুটা দেখতে বাংলাদেশের মানুষের গায়ের রঙ্গের মত। আমরা তাদের মাঝে মাঝে বলি কওমি মাদরাসার ছাত্র।
৬, ফিলিস্তিনঃ
বেশির ভাগই নামাজ ঠিকমত আদায় করে। বন্ধুত্ব প্রকৃতির অনেকটাই।
৭, সিরিয়াঃ সিগারেটের প্রতি আসক্তি কিছুটা বেশি।
৮, লেবাননঃ
চেহারা দেখলেই বুঝা যায় তারা লেবাননি। গালিউন তথা হুক্কা খেতে আগ্রহী। কিছুটা বিলাসী জীবন যাপনে করে থাকে।
৯, তাজিকিস্তানঃ
তাদের মাঝে কিছুটা উশৃঙ্খলতা লক্ষ্য করা যায়। যে কোন শিক্ষা সফরে তাদের অংশ গ্রহণ চোখে পরার মত।
১০, আফগানিস্তানঃ
বেশিরভাগ সবাই সাধারন জীবন যাপন করে থাকে।
১১, তুরস্কঃ নরম প্রকৃতির ও বন্ধুত্ব ভাবাপন্ন।
১২,মোরেতানিয়াঃ কিছুটা অপরিছন্নতার সাথে জীবন যাপন।
১৩, ইরাকঃ সবাই কারবালা প্রিয়। ইঞ্জিয়ার ভাইদের সহযোগিতা সর্বদা পাওয়া যায়।
১৪, সোমালিয়াঃ
চিকন দেহের অধিকারী সবাই। তাদের শরীরের দিকে তাকালে দুর্ভিক্ষের প্রভাব কতটা করুণ তা বুঝা যায়।
১৫, চীনঃ চিন্তাবিহীন পড়াশুনা করে।
১৬, আজারবাইজানঃ বিভিন্ন জিনিস অন্যদের কাছ থেকে ধার নিতে আগ্রহী।
১৭, কাজাখিস্তানঃ সাদা প্রকৃতির।
১৮, রাশিয়াঃ ঐভাবে আমার মেশা হয়নি।
১৯, সার্বিয়াঃ ঐভাবে তাদের সাথে মেশা হয়নি।
বিদ্রঃ জরিপটা আমি আমাদের ডরমেটরি থেকে করেছি। এর মাধ্যমে কেউ ধরে নিবেন না যে, এসব দেশের অন্যরাও এরকম হবে।
বিষয়: বিবিধ
১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন