দা বটি শান দে
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:৫৪:৫৯ দুপুর
জেলখানা ভরে গেছে
আদালতে জট
তাই শুনে চাঁদু মামা
রেগে হন হট।
এক জেল ভরে গেছে
আরো করো তৈরি
ধরে ধরে জেলে পুরো
আছে যতো বৈরি।
তাই শুনে ছুটে যায়
সরকারি চামচা
পথেঘাটে যারে পায়
দেয় বসে খামচা।
সারাদেশে নিপীড়ন
এভাবেই চলছে
সরকারি পোষা লোকে
মানবতা দলছে।
আর নয় বসে থাকা
দা বটি শান দে
দেশ-মাটি রক্ষায়
অকাতরে জান দে।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন