আমার দেশ’র সাংবাদিক-কর্মচারিদের বিবৃতি: তথ্যমন্ত্রীর বক্তব্য সত্য নয়ঃ
লিখেছেন লিখেছেন মুক্তমত ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:৫০:৫২ দুপুর
মঙ্গলবার বিকেলে সচিবালয়ের পিআইডি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৈনিক আমার দেশ-এর সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারিরা বলেন, ‘সরকার দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করেনি। বন্ধ করার কোন ইচ্ছাও নেই। আমার দেশ প্রকাশে সরকারের প থেকে কোন বাধাও নেই। অন্য কোনো প্রেসে পত্রিকা ছাপাতেও বাধা নেই এ সকল বক্তব্য সত্য নয়।
সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারিদের পে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, বর্তমান সরকার আইন বহির্ভুতভাবে গত ১১ এপ্রিল রাত সাড়ে ১০টায় দৈনিক আমার দেশ-এর তেজগাওয়ে অবস্থিত ছাপাখানায় তালা দেয়। ডিসি অফিসের সার্চ ওয়ারেন্টের কথা বলে দুই ঘন্টা তল্লাশি শেষে অধিকতর তদন্তের অজুহাতে ডিবি পুলিশের একটি দল ছাপাখানায় তালা দিয়ে চলে যায়।
এরপর বিকল্প ব্যবস্থায় আলফালাহ প্রিন্টিং প্রেসে আমার দেশ প্রকাশ করা হয়। প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশন্স অ্যাক্ট (ডিকারেশন এন্ড রেজিষ্ট্রেশন) ১৯৭৩ অনুযায়ি পত্রিকা প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই জেলা প্রশাসনকে অবহিত করা হয়। সেখানে সম্পূর্ণ বেআইনীভাবে অভিযান চালিয়ে পত্রিকার প্রকাশিত সব কপি বাজেয়াপ্ত এবং ১৯ জন বাইন্ডারকে গ্রেফতার করে পুলিশ। এমনকি মিথ্যা অভিযোগ এনে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে আসামী করে একটি মামলা দায়ের করে জেলা প্রশাসন। সরকার যে বেআইনীভাবে আমার দেশ পত্রিকা ছাপাতে দিচ্ছে না, উল্লেখিত পদেেপর মাধ্যমে তা স্পষ্ট।
এতোসব বেআইনী ও উদ্দেশ্যমূলক বাধা এবং হয়রানির পরও দৈনিক আমার দেশ পত্রিকা ছাপাতে সরকারের বাধা না দেয়া সংক্রান্ত তথ্যমন্ত্রীর দাবি সম্পূর্ণ মিথ্যা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ পরিস্থিতিতে এটা স্পষ্ট যে, সরকার সম্পূর্ণ আইন বহির্ভুতভাবে পুলিশী জবরদস্তি খাটিয়ে আমার দেশ-এর ছাপাখানা বন্ধ করে রেখেছে। অন্য ছাপাখানায় পত্রিকা ছাপানোর চেষ্টা করলে সেখানেও সরকার নানাবিধ হয়রানি করছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, তথ্যমন্ত্রীর কোনো সৎ উদ্দেশ্য থাকলে অবিলম্বে আমার দেশ-এর ছাপাখানার তালা খুলে দিয়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করা হোক। সত্যনিষ্ঠ সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তিসহ আমার দেশ-এর ওপর থেকে সব ধরণের হয়রাণি বন্ধের দাবি জানায় পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিরা।
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন