দাও জ্বালিয়ে আলো
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ১৫ এপ্রিল, ২০১৩, ০৬:২২:১৬ সন্ধ্যা
হৃদয় ভরা স্বপ্ন বুকে
সামনে চলো ছূটে
ভালোবাসার কুসুমকলি
দুই হাতে নাও লুটে।
মন্দ যত দাও সরিয়ে
বিদায় করো কালো
চলার পথে আঁধার ঠেলে
দাও জ্বালিয়ে আলো।
দিন রজনী মনের মাঝে
ভালোবাসার চাষ করো
অসৎ এবং কুমন্ত্রণার
বীজগুলো সব নাশ করো।
আসবে তবে সুখের সময়
কাংখিত সেই সুখ
জীবন তোমার রঙিন হবে
দূর হবে সব দুখ।
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন