মাহমুদুর রহমান সাহেব আমাদেরকে ক্ষমা করুন।
লিখেছেন লিখেছেন জেদ্দাবাসী ১৫ এপ্রিল, ২০১৩, ০৬:১৫:৫৮ সন্ধ্যা
হেফাজত বলেছিল মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হলে আগুন জ্বেলে ওঠবে সারা বাংলাদেশে। একটা মেছের কাটিও জ্বলেনি! নাস্তিক বিরুদ্ধিতার কারণে কুটকৈশলে আমার দেশ বন্ধ করে দিলো তেমন জোরালো প্রতিবাদ দেখলামনা।
ঘুমন্ত তাওহীদি জনতাকে জাগরণীর মুয়াজ্জিন জনাব মাহমুদুর রহমান সাহেব আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনার মুক্তির জন্য আধাবেলার একটা হরতালও আমরা দিতে পারলামনা। অথচ আপনার মুক্তির ইস্যুতে ওলামা মাশায়েখ, তৌহিদী জনতা, ইসলামি ধারার রাজনৈতিক দল, পেশাজীবী ও ১৮ দলীয় জোট সবাই
ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু কর্মসূচি দিয়ে রাজপথ কাঁপাতে পারছেনা।
আমরা প্রবাস থেকে আপনার হেফাজতের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে আন্তরিক দোয়া করছি। আল্লাহই আপনার হেফাজত করুন আমীন।
বিষয়: বিবিধ
২৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন