বাবা নিয়ে যারা লিখেছেন তাঁহাদেরকে উৎসর্গ ।

লিখেছেন লিখেছেন জেদ্দাবাসী ১৩ এপ্রিল, ২০১৪, ০৬:০৯:৪০ সন্ধ্যা

ক্ষুধা অভাব অনটনে

মারে যখন থাবা,

ঘাম ঝরানো পরিশ্রমে

যুদ্ধ করেন বাবা।

হাঁটি হাঁটি পা পা

হোঁচট খেয়ে পরি,

হাত বাড়িয়ে দেন বাবা

যেন তাঁকে ধরি।

শৈশব অবুঝ শিশু ছিলাম,

ছিলাম হাবা-গোবা,

স্নেহের হাত মাথায় রেখে

পালেন পুষেন বাবা।

শরিরে যার বহন করি

জেনেটিক্যাল তথ্য,

তিনিই প্রথম শিক্ষা দিলেন

কোনটা মিথ্যা-সত্য।

সাত চক্করে আল্লাহ খুশি

তাহার ঘর কা-বা

জীবন চক্কর ঘিরে রাখেন

তিনি হলেন বাবা।

বিষয়: Contest_father

১৭০৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207185
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
ইক্লিপ্স লিখেছেন : খুব চমৎকার লিখেছেন জেদ্দাবাসী। আপনি তো লেখেনই না। অনেক দিন পর লিখলেন। বেশ ভালো লাগল। সকল বাবার প্রতিশ্রদ্ধা।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
155813
জেদ্দাবাসী লিখেছেন : আপনার উৎসাহ মুলক মন্তব্য পেয়ে লিখতে ইচ্ছা করছে । বাবাকে নিয়ে মাত্র ৪২টা পোস্ট হয়েছে। যা অনেক কম মনে হচ্ছে । তাই লেখক লেখিকাদের উৎসাহ দেওয়ার জন্য এই পোস্ট দিলাম ।
বাবাকে নিয়ে আপনার লখাটা ও খুঁজে ফেলাম না ।


জাযাকাল্লাহ খায়ের
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
155820
ভিশু লিখেছেন : Chatterbox
207240
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
শেখের পোলা লিখেছেন : সুন্দর ও অর্থবহ৷ ধন্যবাদ৷
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
155823
জেদ্দাবাসী লিখেছেন : বাবাকে নিয়ে আপনার লেখাটাও পড়তে চাই শেখের পোলা।

অনেক ধন্যবাদ
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০১
156382
শেখের পোলা লিখেছেন : আমার দিনমজুর আব্বাকে বিখ্যাত সব বাবাদের ভিড়ে এনে তার দৈন্যতায় লজ্জ্বা দিতে চাইনা৷
১৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০৮
157812
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার কথাটায় খুব কষ্ট পেলাম। দিনমজুর বলে দৈন্যতা কেন থাকবে! লিখেন প্লিজ..তাকে তার যোগ্য সম্মানটা দিন।
207252
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
ভিশু লিখেছেন : ইক্লিপ্স লিখেছেন : খুব চমৎকার লিখেছেন জেদ্দাবাসী! আপনি তো লেখেনই না!
তবে আমি কিন্তু গেইম-টেইম খেল্লেও লিখছি মোটামুটি রেগুলার! যদিও বাবাকে নিয়ে আমার ফাটাফাটি লেখাটা দেয়া হয়নি এখনো, দিবো সেভাবেই, ইনশাআল্লাহ!
অনেক দিন পর লিখলেন! বেশ ভালো লাগল! সকল বাবার প্রতিশ্রদ্ধা!
জনাব জেদ্দাবাসী ও শ্রদ্ধেয়া ইক্লিপ্সের জন্য অনেক অন্নেক দোয়া ও শুভকামনা রইলো... Praying Happy Good Luck Rose
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
155827
জেদ্দাবাসী লিখেছেন : আপনার দোয়া পেয়ে মনটা প্রশান্তিতে ভরে গেল । আপনাদের দোয়ার বরকতেই 'জেদ্দা বাসি' থেকে জেদ্দাবাসী হলাম । সময় করে লিখবো ইনশাল্লাহ!
Good Luck ফাটাফাটি লেখাটা পড়ার অপেক্ষায় রইলাম

ধন্যবাদ

207278
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
আলোর আভা লিখেছেন : আমি ও আপনার মত সেটাই ভাবছিলাম বাবা নিয়ে তেমন লেখা জমা পড়ছে না কেন! আমিও অবশ্য এখনো লিখিনি তবে লিখব ।

আপনার কবিতাও সুন্দর হয়েছে ধন্যবাদ ।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
155830
ভিশু লিখেছেন : মা-স্বামী-বউদের নিয়ে কতো মজা ক্রে লিকছেন সবাই - আর এখন কেমঙ্কেমন যেন - বাবারা মাইণ্ড করবেন কিন্তু...Rolling Eyes Waiting
Happy Good Luck
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০১
155834
জেদ্দাবাসী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ আলোর আভা ।
বাবাকে নিয়ে আপনার লেখাটা পড়ার অপেক্ষায় রইলাম ।
বাস্তব এই কাহিনিগুলোতে অনেক শিক্ষনিয় বিষয় ছড়িয়ে ছিটিয়ে থাকে ।
207345
১৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৬
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : খুবই চমৎকার লিখেছেন হে ভাই Rose
লিখার সময় শুদ্ধ বানানের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু জেদ্দাবাসী প্রিয় ভাই Happy
১৩ এপ্রিল ২০১৪ রাত ১১:১০
155930
জেদ্দাবাসী লিখেছেন : আপনার মন্তব্য আমাকে অনুপ্রানিত করেছে জাগ্রত চৌরঙ্গী। বানান শুদ্ধ না হওয়ার কারন হচ্ছে প্রাইমারি স্কুলের গন্ডি পেরুতে না পারা । ব্লগ জগতে আমিই একমাত্র অল্প শিক্ষিত । বস, অনুগ্রহ করে ভুল শব্দ গুলি আপনি এখানে লিখে দিলে আমি ঠিক করে দিব ।
Good Luck আল্লাহ আপনাকে রহমত করুনPraying Praying Praying




207377
১৪ এপ্রিল ২০১৪ রাত ১২:০৯
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : প্রিয় ভাই রাগ করছেন ক্যান !!?
সেইতো ভালো বন্ধু যে শুধু বন্ধুর তারিফ করেনা; তার ভুল-ত্রুটিগুলোও চোখে আঙ্গুল দেখিয়ে দেয়। তাই নয় কি??

(নিচে আপনার লেখায় যেগুলো বোল্ড করা আছে ঐ বানানগুলো শুধরে নিন তারপর আমার এই মন্তব্যটা ডিলিট করে দিন)

ক্ষুধা অভাব অনঠনে

মারে যখন থাবা,

ঘাম ঝরানো পরিশ্রমে

যুদ্ধু করেন বাবা।

হাঁটি হাঁটি পা পা

হোঁচট খেয়ে পরি,

হাত বাড়িয়ে দেন বাবা

যেন তাঁকে দরি।

শৈশব অবুঝ শিশু ছিলাম,

ছিলাম হাবা-গোবা,

স্নেহের হাত মাতায় রেখে

পালেন পুষেন বাবা।

শরিরে যার বহন করি

জেনেটিক্যাল তথ্য,

তিনিই প্রথম শিক্ষা দিলেন

কোনটা মিথ্যা-সত্য।

সাত চক্করে আল্লাহ খুশি

তাহার ঘর কা-বা

জীবন চক্কর ঘিরে রাখেন

তিনি হলেন বাবা।
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
156252
জেদ্দাবাসী লিখেছেন : রাগ করিনাই, বরং আমি খুশি হয়েই অন্তরিক ভাবে দোয়া করেছি আল্লাহ আপনাকে রহমত করুন । আপনিও আমার মত খুব সহজ সরল মানুষ বুঝতে পারলাম ।"সেইতো ভালো বন্ধু যে শুধু বন্ধুর তারিফ করেনা; তার ভুল-ত্রুটিগুলোও চোখে আঙ্গুল দেখিয়ে দেয়। "একমত ।

যেটা জানিনা সেটা শিক্ষা নিতে লজ্জার কিছু নাই ।
ঠিক করে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ ।
আাল্লাহ আপনার কলমে বরকত দিন আমীন ।
208711
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৯
আব্দুল গাফফার লিখেছেন : মাসাললাহ চমৎকার হইছে ভাইয়া Love Struck Love Struck Good Luck Rose
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৫
157431
জেদ্দাবাসী লিখেছেন : প্রশংসনিয় মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । আপনার আগের মাছ মার্কা বিরক্তকর প্রপিকটা বদলিয়ে খুব ভাল করেছেন । কিন্তু এই প্রোপাইলের লেখা গুলো বুঝা যাচ্ছে না । অনেক ধন্যবাদ
209239
১৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : সুন্দর হয়েছে কবিতাটা। Happy Happy Rose Rose
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪০
158508
জেদ্দাবাসী লিখেছেন : আপনার উৎসাহ মুলক মন্তব্য পেয়ে খুশি হলাম ।
জাযাকাল্লাহ খায়ের
212781
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : সত্যিই চমৎকার! দেরীতে নজরে আসলো বলে দুঃখীত।
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০২
161086
জেদ্দাবাসী লিখেছেন : দুঃখুর কিছু নাই বস, নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি সব লেখা পড়তে চাইলেও পড়া সম্ভব হয় না ।
উৎসাহ মুলক মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ ।
জাযাকাল্লাহ খহায়ের
১০
283171
১১ নভেম্বর ২০১৪ সকাল ১১:২০
নাছির আলী লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগল। যাযাকাল্লাহ
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৯
226471
জেদ্দাবাসী লিখেছেন : আপনাকেও জাযাকাল্লাহ খায়ের
১১
355508
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যতদিন বাবা জিবিত ছিলেন ততদিন বাবার গুরুত্ব বুজিনি, আজ বাবা নেই, তাই বেশি বেশি মনে পড়তেছে। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File