লাশের মিছিলে স্বজনের মুখ খোঁজে ফেরা এরচেয়ে মর্মান্তিক দৃশ্য বোধহয় এর আগে পৃথিবীতে কেউ দেখেনি।
লিখেছেন লিখেছেন মুক্তি পেতে চাই এই অসহায়ত্ব থেকে ২৭ এপ্রিল, ২০১৩, ০৫:৩৭:৪৫ বিকাল
সাভার ঘটনার পর.....
# বিএনপি হরতাল প্রত্যাহার করে।
# হেফাজত মানিকগনজের সমাবেশ স্থগিত করে।
# চরমোনাই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও স্থগিত করে।
অথচ...
# রাষ্ট্রপতির শপথ স্থগিত হয়নি।
# স্ংসদ অধিবেশন স্থগিত হয়নি।
# শেখ হাসিনার তৃনমুল আলোচনা স্থগিত হয়নি।
# প্রধানমন্ত্রীর রেল উদ্ভোধন স্থগিত হয়নি ।
লাশের মিছিলে স্বজনের মুখ খোঁজে ফেরা এরচেয়ে মর্মান্তিক দৃশ্য বোধহয় এর আগে পৃথিবীতে কেউ দেখেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীরের বক্তব্যে সারা দেশের মানুষের সাথে ক্ষমতাসীন দলের নেতারাও ক্ষুব্ধ। আওয়ামী লীগ নেতারা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য সরকারের ভাবমর্যাদা নষ্ট করছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বহীন কথার দায়ও সরকারের ঘাড়ে চাপে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সার্বিক কার্যক্রমে খুশি নন সরকারি দলের নেতারাই। সাম্প্রতিককালে নেতৃবৃন্দের বক্তব্যে তেমনটাই প্রকাশ পেয়েছে।
সূত্র জানায়, বিরোধী দল বিএনপি-জামায়াতের আন্দোলন দমন করতে গুলি চালানোর ঘটনাও সরকারি দলের অনেক নেতাকর্মী ভালোভাবে দেখছে না। এ ধরনের হত্যাকাণ্ডের দায় এসে পড়েছে সরকারের ওপর।
সাভারে ভবনধস পরিদর্শন শেষে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর বলেন, দুর্ঘটনার আগে কিছু মৌলবাদী ও বিএনপির ভাড়াটে লোক সাভারের ভবনটির গেট ও বিভিন্ন স্তম্ভ ধরে নাড়াচাড়া করেছিল। ভবনটি ধসে পড়ার জন্য সেটাও একটা কারণ হতে পারে।
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন