::::অস্থির জোক::::

লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ২৭ এপ্রিল, ২০১৩, ০৫:৪১:৩১ বিকাল

আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশ । তিন দেশের তিন ডাক্তার গল্প করছে ।

আমেরিকান ডাক্তার: আমাদের দেশে এক শিশু হ্রৎপিন্ড ছাড়াই জন্মে ছিলো । আমরা এই শিশুর মধ্যে কৃত্রিম হ্রৎপিন্ড লাগিয়ে দেই । পরে এই শিশু বড় হয়ে বিখ্যাত ভূতের গল্প লেখক হয়েছিলো ।

ইংলিশ ডাক্তার: আমাদের দেশে এক শিশু পা ছাড়া জন্মে ছিলো । কৃত্রিম পা লাগিয়ে দেয়ায় সে বড় হয়ে দৌড়ে অলিম্পিকে স্বর্ণ জয় করেছিলো ।

বাংলাদেশী ডাক্তার: (হাসছে) ধ্যাত পাগলা । এইডাতো কিছুই না । আমগো দেশে এক পোলা ঘিলু ছাড়া জন্মায় ছিলো ।তখন আমরা মাথার মধ্যে গোবর ভরে দেই । পরবর্তীতে এই পোলা আমগো দেশের স্বরাস্ট্র মন্ত্রী হয়েছিলো !! :D

-স্তব্ধ বিবেক !!!



বিষয়: বিবিধ

৩৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File