বেসিস সাভার দুর্গতদের পাশে
লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ২৭ এপ্রিল, ২০১৩, ০৫:৪৭:৪৫ বিকাল
বেসিস সাভার দুর্গতদের ফান্ড রাইজিং এর জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রসংসনীয়।কারণ,অনেকেই সাহায্য করতে চাইছে, কিন্তু যার মধ্যমে করবে তার ব্যাপারেই সন্দেহ থেকে যায়।বেসিস এর ব্যাপারে অন্তত এই সন্দেহ টুকু নেই।যারা বেসিস এর মাধ্যমে সাহায্য করতে চান তারা বেসিস সেক্রেটারিয়েটে গিয়ে সরাসরি সাহায্য করতে পারেন এবং আপনাদের প্রশ্ন গুলোর উত্তর জেনে আসতে পারেন অথবা বেসিস এর ব্যাংক একাউন্টে সরাসরি টাকা জমা দিয়ে এ মেইল করে দিতে পারেন।বেসিস এর ব্যাংক একাউন্ট তথ্য::BASIS, UCBL, STD AC: 0044-132-00000428
অনেকের মনে করবে বেসিস এই টাকাটা সরকারী কোষাগারে জমা দিবে এবং আমরা সবাই জানি সরকারী কোষাগার মানেই হচ্ছে হরি লুটের জায়গা।কিন্তু এই ব্যাপাটির প্রতি লক্ষ রেখে বেসিস সাহায্য সরাসরি দুর্গতদের দোর গোড়ায় পৌছে দিবে।
তাই আসুন আমরা যে যা পারি বেসিস এর ফান্ডে কন্টিবিউট করি।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন