ব্যারিষ্টার রফিকের গ্রেফতারের প্রতিবাদে মিরপুরে বাসে আগুন ও বিক্ষোভ

লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ০৯ নভেম্বর, ২০১৩, ১২:৩৬:১১ রাত

ব্যারিষ্টার রফিকের গ্রেফতারের প্রতিবাদে তার নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরে পল্লবী থানার বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে।পল্লবী থানাধিন পূরবী সিনেমা হলের অদূরে কালসী রোডে রাত ১১টার দিকে রাস্তার পাশে পার্ক করা সেফটি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।স্থানীয় জনগনের সহায়তায় কিছুক্ষনের মাঝেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

একই সময়ে পল্লবী থানার নিকটে পল্লবী সুপার সার্ভিস লিমিটেডের একটি বাসে আগুন দেওয়া হয়।ফায়ার সার্ভিস পৌছার আগেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বিএনপি ও ছাত্রদলী কর্মীরা মিরপুর-১১ থেকে মিছিল বের করে। মিছিলটি মিরপুর-১০ এর দিকে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এসময় বিএনপি ও ছাত্রদল কর্মীরা ৪-৫টি গাড়ি ভাংচুর করে ও পল্লবী সুপার সার্ভিসের আরেকটি গাড়িতে আগুন দেয়।

- See more at: http://bdhotnews.com/Details.php?q=news&p=&id=1418#sthash.yBK4ZEFd.dpuf

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File