কাবুলে 'সিআইএ'র সদর দপ্তরে হামলার ভিডিও প্রকাশ করেছে তালিবানরা ! (আল-জাজিরা)
লিখেছেন লিখেছেন আলোর দিশা ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৩:২১ রাত
গত জুনে আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে সর্বাধিক নিরাপত্তা বেষ্টিত এলাকায় অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা 'সিআইএ'র সদর দপ্তরে এক অসাধারণ হামলা চালিয়েছিলো তালিবান মুজাহিদরা। সম্প্রতি সে হামলার ভিডিও প্রকাশ করেছে তালিবানরা। এ অভিযানে মুজাহিদরা ন্যাটো বাহিনীর পোষাক,আইডি কার্ড এবং ন্যাটো সৈন্যরা যে ধরণের গাড়ী ব্যবহার করে অনুরুপ গাড়ী ব্যবহার করেছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এরকম একটি অসাধারণ হামলার পর তার ভিডিও করে রাখাই প্রমাণ করে তালিবানরা কতটা অপরাজেয় হয়ে উঠেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক 'মাসুদ আখতার'কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি আল-জাজিরাকে বলেন,...... "আমি মনে করি তালিবানরা খুবই সক্রিয় ।তারা খুবই আত্মবিশ্বাসী এবং নিজেদের প্রতি তাদের খুবই আস্থা রয়েছে।" তিনি আরো বলেন, “এই ঘটনা প্রমাণ করেছে,তারা যা করতে চায় তা পেতে তাদের সামর্থ্যকে উপেক্ষা করার কোন সুযোগ নেই ।” ‘সিআইএ’র ইসলামাবাদ ব্যুরোর সাবেক প্রধান ও মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞ ‘Robert Grenier’ আল-জাজিরাকে বলেন, “তালিবানদের শক্তি কোন নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়,প্রায় পুরো আফগানিস্তানেই তাদের অবাধ উপস্থিতি রয়েছে। কার্যত তালিবানরা যে কোন জায়গায় হামলা করতে পারে এবং তারা হামলা চালানোর ক্ষেত্রে খুবই বাস্তবধর্মী ও পারদর্শী।” লিংক...... http://www.aljazeera.com/news/asia/2014/02/taliban-airs-kabul-cia-office-attack-video-20142918320571183.html
বিষয়: বিবিধ
১৮৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তালেবান ও আমেরিকা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে আসছে মুসলমানদেরকে সদা ফাঁপড়ে রাখার জন্য ।
০ আপনার কথার কোন প্রতিবাদ করবো না । আপনার বয়স মনে হয় ২৫ এর নিচে ।
আমেরিকা-ভিয়েতনামের যুদ্ধে ( বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমসাময়িকই হবে) আমেরিকা না পেরে সরে এসেছিল কারণ ভিয়েতনামকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল ততকালীন সোভিয়েত ইউনিয়ন ।
বেশ কয়েক বছর পরে আফগান - সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে আফগানদের সাহায্য করেছিল আমেরিকা , মুজাহেদিনদের অস্ত্র সরবরাহের সৃষ্টির মাধ্যমে । তারা তখন সোভিয়েতদের কপ্টার বিধ্বস্ত করতো Stinger Missile দিয়ে.
এই মুজাহেদিনদের কিছু অংশ পরে তালেবানে রুপ নেয় ।
সাদ্দাম , আল-কায়েদা , তালেবান এরা সবাই আমেরিকার সৃষ্টি । আমেরিকা এদের দিয়ে তাদের কাজ হাসিল করে ।
আমরা মুসলমানরা এদের প্রতি মুসলমান বলে Sympathized থাকলেও এরা যা করছে তাতে বিধর্মীরাই লাভবান হয়ে যাচ্ছে । তখন ধারণা ওঠা খুবই সঙ্গত যে এরা তাদের Inventor দের পক্ষে কাজ করছে কি না ?
কষ্ট করে এই লিংক ২ টো থেকে ঘুরে আসুন
http://en.wikipedia.org/wiki/Mujahideen
http://en.wikipedia.org/wiki/FIM-92_Stinger
মন্তব্য করতে লগইন করুন